পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্বকাপের জন্য পন্থ, রাহানের নামও ভাবা হচ্ছে : এমএসকে প্রসাদ - world cup

বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। একথা জানান প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

Breaking News

By

Published : Feb 11, 2019, 1:01 PM IST

মুম্বই, ১১ ফেব্রুয়ারি : বিশ্বকাপের জন্য নির্বাচকদের ভাবনায় রয়েছেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। একথা জানান প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেন, "গত এক বছরে প্রতিটি ফরম্যাটে অসাধারণ ফর্ম রয়েছে ঋষভ পন্থের।"

ঋষভের ব্যাপারে প্রসাদ আরও বলেন, "আমরা ঋষভের মধ্যে আরও পরিপক্কতা দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যাতে ওর অভিজ্ঞতা বাড়ে। তাই সুযোগ পেলেই ঋষভকে ইন্ডিয়া A দলে রাখি।"

রাহানের বিষয়ে তিনি বলেন, "রাহানে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছে। অবশ্যই ওকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে ভাবছি।"

বিজয় শংকরেরও প্রশংসা করেন প্রসাদ। বলেন, "দলে সুযোগ পেলেই বিজয় শংকর নিজের দক্ষতা দেখিয়েছে। আমরা গত দুই বছরে বিজয়কে ভারতীয় A দলে সুযোগ দেওয়ার ফলে এখন ও তৈরি। তবে এখন দেখতে হবে কী করে ওকে দলের কেজে লাগানো যায়।"

ABOUT THE AUTHOR

...view details