শিলিগুড়ি, 28 মার্চ: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা দিলেন জাতীয় মহিলা টি টোয়েন্টি ক্রিকেট দলের সদস্য রিচা ঘোষ । আজ দুপুরে রিচা শিলিগুড়ির মহকুমা শাসকের হাতে এই চেক তুলে দেন ।
কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 1 লাখ টাকা দান রিচা ঘোষের - coronavirus treatment
মুখ্যমন্ত্রীর গড়া কোরোনা ত্রাণ তহবিলে 1 লাখ টাকা দিলেন সদ্য মহিলা টি-20 বিশ্বকাপ খেলে আসা রিচা ঘোষ ৷
রিচা ঘোষ
এই বিষয়ে রিচা বলেন, ‘‘ দেশজুড়ে কোরোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে ৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লাখ টাকা দিচ্ছি । সামান্য এই টাকা অসহায় পরিস্থিতিতে গরীব মানুষদের উন্নয়ণের কাজে লাগলে খুশি হব । তাই এই দান করেছি ।’’
কোরোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বহু মানুষ দান করছেন । পরিস্থিতি মোকাবিলায় সংগৃহিত অর্থ দিয়ে কেনা হচ্ছে মাস্ক, স্যানিটাইজার । অসহায় মানুষকে পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে ।