লন্ডন, 1 জুলাই : ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার মুকুটে নতুন পালক ৷ উইজ়ডেন পত্রিকার বিচারে 21 শতকে টেস্টে ভারতের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হলেন জাদেজা ৷
জাদেজার MVP রেটিং পয়েন্ট হল 97.3 ৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উল্লেখযোগ্য ক্রিকেটারও জাদেজা ৷ তাঁর আগে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন ৷
"ক্রিক-ভিজে"-র মার্কেট সেরা বিশ্লেষকের ভিত্তিতে প্রত্যেক ক্রিকেটারকে MVP রেটিং দিয়েছিল উইজ়ডেন ৷ 2012 সাল থেকে 89 টি টেস্ট খেলেছেন জাদেজা ৷ নিয়েছেন 213টি উইকেট । করেছেন 1 হাজার 869 রান ৷
উইজ়ডেনের ওয়েবসাইটে ক্রিক-ভিজের ফ্রেডি ওয়াইল্ড বলেন, ‘‘রবীন্দ্র জাদেজার ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নির্বাচনটা অবাক করার মতো ৷ এমনকী সবসময় তাঁকে প্রথম একাদশের দলেও নেওয়া হয় না ৷ কিন্তু যখন জাদেজা খেলতেন প্রথম সারির বোলার হিসেবেই খেলেছে ৷ 6 নম্বরে ব্যাটিং করে প্রত্যেক ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ৷’’
তিনি আরও বলেন,‘‘কিন্তু জাদেজার নির্বাচন হয়েছে প্রতিটা ম্যাচে তাঁর অবদানের উপর ৷ 31 বছরের জাদেজার বোলিং গড় 24.62 ৷ যেটা শেন ওয়ার্নের থেকেও ভালো ৷ অন্যদিকে ব্যাটিং গড় 35.26 ৷ যেটা শেন ওয়াটশনের থেকেও ভালো ৷ ওর ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য 10.62 রান ৷’’