চেন্নাই, 25 জানুয়ারি : চেতেশ্বর পূজারা যদি ইংল্য়ান্ডের বিরুদ্ধে অফস্পিনারকে স্টেপ আউট করে শট মারেন, তবে নিজের অর্ধেক গোঁফ কেটে মাঠে নামবেন রবিচন্দ্রন অশ্বিন ৷ চেতেশ্বর পূজারাকে এমনই চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিলেন ভারতীয় অফস্পিনার ৷ ব্য়াটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে ইউটিউবে সাক্ষাৎকারে এই চ্য়ালেঞ্জ পূজারার দিকে ছুঁড়েছেন অশ্বিন ৷
অশ্বিন ব্য়াটিং কোচ রাঠোরকে প্রশ্ন করেন, ‘‘তাঁরা কি কখনও পূজারাকে কোনও অফস্পিনারকে ওভার স্টেপ করে মাথার উপর দিয়ে শট খেলতে দেখবেন ?’’ এর জবাবে বিক্রম রাঠোর জানান, তিনি তেমন কোনও সম্ভাবনা দেখছেন না ৷ কারণ এ নিয়ে ইতিমধ্য়ে তিনি পূজারাকে একাধিকবার বুঝিয়েছেন ৷ কিন্তু, মহান কারণ দেখিয়ে সেই প্রস্তাব খারিজ করেছেন পূজারা ৷ এরপরেই অশ্বিন চ্য়ালেঞ্জ করে বলেন, ‘‘আমরা ইংল্য়ান্জের বিরুদ্ধে যে টেস্ট সিরিজ খেলতে নামব, সেখানে মইন আলি বা অন্য় কোনও অফস্পিনারকে যদি পূজারা স্টেপ আউট করে খেলেন, তাহলে আমি আমার গোঁফ হাফ কামিয়ে মাঠে খেলতে নামব ৷’’