আমেদাবাদ, 2 মার্চ : ভারতীয় ক্রীড়া জগতে প্রথম ব্যক্তি হিসেবে করোনার প্রতিষেধক নিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী ৷ মঙ্গলবার নিজের টুইটারে ভ্যাকসিন নেওয়ার সেই ছবি পোস্ট করে একথা জানালেন ভারতীয় দলের কোচ ৷ আমেদাবাদে এক বেসরকারি হাসপাতালে রবি শাস্ত্রী করোনার ভ্যাকসিন নিয়েছেন ৷ সেই সঙ্গে ভারতের মেডিক্যাল ব্যবস্থা এবং বিজ্ঞানীদের পেশাদারিত্বেরও প্রশংসা করেন শাস্ত্রী ৷
তৃতীয় দফায় বয়স্ক এবং 45 উর্ধ্ব কো-মরবিডিটি রয়েছে, এমন নাগরিকদের করোনার টিকাকরণ শুরু করেছে ভারত সরকার ৷ সরকারি হাসপাতালে বিনামূল্য এবং বেসরকারি হাসপাতালে সরকারের নির্ধারিত মূল্যে টিকাকরণ শুরু হয়েছে ৷ আর সেই মতো আমেদাবাদে এক বেসরকারি হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী ৷ আজ সকালে টুইটারে সেই ছবি পোস্ট করেছেন বছর 58’র রবি শাস্ত্রী ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম ৷ চিকিৎসা ক্ষেত্রের অসাধারণ পেশাদারিত্ব এবং ভারতকে চিকিৎসা ক্ষেত্রে শক্তিশালী করে তোলার জন্য বিজ্ঞানীদের অসংখ্য ধন্যবাদ ৷’’