দিল্লি, 15 মার্চ : তিন দশক পর বাঙালির রণজি জয়ের স্বপ্নে জোর আঘাত হানলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট ৷ ট্রফি গুছিয়ে এবার তিনি মন দিলেন জীবনের অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ৷ রবিবার অনুরাগীদের জন্য সোশাল মিডিয়ায় দিলেন চমক ৷ ঘোষণা করলেন বাগদানের ৷
হবু স্ত্রী রিনির সঙ্গে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন ৷ লিখেছেন, ''6 ঘণ্টা, 2 বেলার খাবার আর পরে একটা মাড কেক ৷'' সঙ্গে জুড়ে দিয়েছেন আংটি এবং হার্ট ইমোটিকন থুড়ি ভালোবাসার স্মাইলি ৷ রিনিও তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন বাগদানের কথা ৷ লিখেছেন, ''আমি জানি, আমি জীবনসঙ্গী খুঁজে পেয়েছি...আমি ভালবাসা পেয়েছি৷''