পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রণজি ফাইনাল, টস জিতে ব্যাটিং সৌরাষ্ট্রের - ফাইনালে দলে দুটি পরিবর্তন

ফাইনালে দলে দুটি পরিবর্তন করেছে বাংলা ৷ দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা ৷ সৌরাষ্ট্র দলে খেলছেন চেতশ্বর পূজারা ৷

image
টস জিতে ব্যাটিং সৌরাষ্ট্রের

By

Published : Mar 9, 2020, 10:55 AM IST

রাজকোট, 9 মার্চ : 30 বছর পর রণজি জয়ের হাতছানি বাংলা ক্রিকেট দলের সামনে ৷ সেই লক্ষ্য নিয়েই রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রণজির ফাইনালে নামল অভিমন্যু ঈশ্বরণের দল ৷ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল সৌরাষ্ট্র ৷

ফাইনালে দলে দুটি পরিবর্তন করেছে বাংলা ৷ শ্রীবৎস গোস্বামীর বদলে দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা ৷ আর অভিষেক রমনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সুদীপ ঘরামিকে ৷ অন্যদিকে সৌরাষ্ট্র দলে ফিরেছেন চেতশ্বর পূজারা ৷

রাজকোটের বাইশ গজ ব্যাটসম্যান সহায়ক ৷ এমন পিচে টস জিতে ব্যাট করার সুযোগ হাতছাড়া করতে চাননি সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ৷ তবে ব্যাটিং সহায়ক উইকেটেও নজর থাকবে বাংলার তিন পেসার ইশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশ দীপের উপর ৷ এছাড়াও শাহবাজ আহমেদের দিকেও নজর থাকবে বাংলার ক্রিকেটপ্রেমীদের ৷

ABOUT THE AUTHOR

...view details