কলকাতা, 29 ফেব্রুয়ারি: আজ ইডেনে রণজির সেমিফাইনাল ৷ কর্নাটকের বিরুদ্ধে ঘরের মাঠে লড়ছে বাংলা ৷ প্রথম দিনের শেষে বাংলার সংগ্রহ 9 উইকেট হারিয়ে 275৷ অনুষ্টুপের চওড়া ব্যাটে আজ লড়াইয়ে ফিরলেন অরুণলালের ছেলেরা ৷ 173 বলে 120 রান করে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ ৷ ঘরের মাঠে কর্নাটকের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করবে বাংলা, ভাবা হয়েছিল এমনই ৷ কিন্তু কাল হল টস ৷ টস জিতল কর্নাটক ৷
গ্রিন টপ উইকেট প্রথম ধাপে চাপে পড়ে গেছিল বাংলা ৷ প্রথম সেশনে 5 উইকেট হারিয়ে ফেলে তারা ৷ স্কোর তখন 66 ৷ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন আউট হলেন 15 রানে ৷ টপ অর্ডারের কেউই ক্রিজে থাকতে পারেননি বেশিক্ষণ ৷ শ্রীবৎস গোস্বামী প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানে ৷ কর্নাটকের বোলারদের মধ্যে অভিমন্যু মিথুন নজর কাড়লেন ৷ নিলেন 3 উইকেট ৷ এম প্রসিধ, রণিত মোরেরাও কম যান না ৷ সবমিলিয়ে প্রথম সেশনে কর্নাটকের দিকেই পাল্লা ভারী ছিল৷
মধ্যাহ্নভোজের আগে 20 রানে সুদীপ চট্টোপাধ্যায় সাজঘরে ফেরেন ৷ স্কোর তখন পাঁচ উইকেট হারিয়ে 66 ৷ মধ্যাহ্নভোজ থেকে ফিরেই শ্রীবৎস গোস্বামীর উউকেট হারায় বাংলা ৷ এরপর শাহবাজকে সঙ্গী করে 72 রানের পার্টনারশিপ গড়েন অনুষ্টুপ৷ শাহবাজ আউট হতে নামেন আকাশদীপ ৷ 103 রানের পার্টনারশিপ গড়েন অনুষ্টুপ-আকাশদীপ ৷ আকাশদীপের 44, শাহবাজ আহমেদের 35 এবং অনুষ্টুপের সেঞ্চুরির সাহায্যে বাংলা পৌঁছে যায় 275-এ ৷
তবে খাতায় কলমে কে এল রাহুলরা এগিয়ে থাকলেও ঘরের মাঠে জয়ের স্বপ্ন দেখছে বাংলা । বাংলা দলের সিনিয়র ব্যাটসম্যান মনোজ তিওয়াড়ির ব্যাট চলতি রণজি ট্রফিতে প্রতিযোগিতা যত গড়িয়েছে ততই চওড়া হয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করা ছাড়াও পরবর্তী ম্যাচগুলোর কঠিন পরিস্থিতিতে দলের মধুসূদন দাদা হয়েছেন মনোজ ৷ কিন্তু আজ পারলেন না ৷ ব্য়ক্তিগত 8 রানে কে গৌতমের বলে ধরা দিলেন লোকেশ রাহুলের হাতে ৷
এবার ম্যাচের রং বদলাতে হলে ঈশান পোড়েল, শাহবাজ আহমেদদের দুর্দান্ত পারফরমেন্স চাই ৷ শাহবাজদের কবজির ভেলকিতে রাহুলরা কতটা ঘায়েল হন, এবার সেটাই দেখার ৷