কলকাতা, 3 মার্চ : মিশন কর্নাটক শেষ। এবার মিশন রণজি ট্রফি ফাইনাল । ফাইনালে ঋদ্ধিমান সাহাকেও পাচ্ছে দল । স্বাভাবিকভাবেই শক্তি বাড়ছে টিম বাংলার ।
কর্নাটককে মাত্র আড়াই দিনে উড়িয়ে দিয়ে 13 বছর পরে ট্রফি জয়ের শেষ ধাপে বাংলা। 174 রানে জয় পাওয়ার পরে আনন্দের ঢল বইছে CAB-তে। বাংলা ম্যাচ জয়ের আনন্দ করল বটে, তবে তা নিয়ন্ত্রিতভাবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইট করে অভিনন্দন জানিয়েছেন। নিউজ়িল্যান্ড থেকে ভিডিয়ো বার্তায় দলকে অভিনন্দন জানিয়েছেন মহম্মদ শামিও। খোঁজ নিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় ।
কোচ অরুণ লাল অবশ্য আনন্দের ভাসতে রাজি নন। ইতিমধ্যেই অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণকে নিয়ে ফাইনালের দল বাছার কাজ শুরু করেছেন। কৌশিক ঘোষ চোট পেয়ে তিন সপ্তাহের জন্যে ছিটকে গিয়েছেন । ফলে দলে ফিরছেন ঋদ্ধিমান সাহা। দলে এসেছেন সুদীপ ঘরামিও। আঙুলে চোট পেলেও মনোজ তিওয়ারি ফাইনালে খেলবেন ৷
আরও পড়ুন : সেমিফাইনালে জিতে আবেগপ্রবণ, ফাইনাল নিয়ে আশাবাদী ঈশান
ভারতীয় দলের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে ফিরছেন । ফিরেই বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। 9 মার্চ থেকে রণজি ফাইনাল । গুজরাত এবং সৌরাষ্ট্রের মধ্যে যারা জিতবে তাদের বিরুদ্ধেই ফাইনালে মুখোমুখি হবে বাংলা ।