দুবাই, 17 অক্টোবর : দুবাইয়ের অন্যতম আকর্ষণ হল সেখানকার ডেজ়ার্ট সাফারি । মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো সুন্দর মরুভূমি আর কোথাও নেই । তাই বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সকে দুবাইয়ের ডেজার্ট সাফারির ফ্রি পাস দিতে চায় রাজস্থান রয়্যালস । টুইটারে এমনই ইচ্ছে প্রকাশ করেছে জয়পুরের দলটি । কিন্তু কেন ?
কারণটা খুব সোজা । আজ দুবাইয়ের তপ্ত দুপুরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস । ফর্মে থাকা কোহলি ও এবি-কে নিয়ে যাবতীয় দুশ্চিন্তা রয়্যালস শিবিরের । নিজের দিনে বিশ্বের এই অন্যতম সেরা দুই ব্যাটসম্যান একা ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । তাই ম্যাচের সময়টুকু ব্যাঙ্গালোরের এই দুই ব্যাটসম্যানকে দুবাইয়ের ডেজ়ার্ট সাফারিতে পাঠাতে চায় রয়্যালসরা । রাজস্থানের অফিশিয়াল টুইটারে আজ সকালে একটি টুইট করা হয় । সেখানে লেখা হয়েছে, "আমরা বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্সকে দুবাইয়ের ডেজ়ার্ট সাফারির ফ্রি পাস দিতে চাই । অফারটা থাকবে দুপুর 3:30 থেকে 7:30টা পর্যন্ত ।" বলা বাহুল্য, মজা করেই এমন পোস্ট করেছে রাজস্থান । নেটিজ়েনরাও এমন টুইটে বেশ মজা পেয়েছে ।