শারজা, 24 অক্টোবর : মরু শহরে জমে উঠেছে IPL-এর আসর । শেষ চারে ওঠার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই । পাশাপাশি লড়াই জারি রয়েছে অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের তালিকাতেও । টুর্নামেন্টের প্রথম থেকেই অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল । অন্যদিকে পার্পল ক্যাপের প্রবল দাবিদার দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা ।
অরেঞ্জ ক্যাপ রাহুলের দখলে, পার্পল ক্যাপ রাবাডার - Orange Cap
21টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখলে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের পেসার কাগিসো রাবাডা ।
চলতি IPL-এ এখনও পর্যন্ত রান 540 রান করেছেন লোকেশ রাহুল । 465 রান নিয়ে তাঁর পরেই রয়েছেন শিখর ধাওয়ান । চলতি IPL -এ দুটো সেঞ্চুরি রয়েছে ধাওয়ানের । তিন নম্বরে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল । তাঁর রান সংখ্যা 398 । শীর্ষ পাঁচে রয়েছেন ফাফ ডুপ্লেসি (376) ও মুম্বই ইন্ডিয়ান্সের কুইন্টন ডি কক (368) ।
বোলারদের মধ্যে দিল্লির কাগিসো রাবাডা পার্পল ক্যাপের তালিকার শীর্ষে রয়েছেন । তাঁর শিকার 21 । 17 টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা । তৃতীয় স্থানে থাকা বুমরার সতীর্থ ট্রেন্ট বোল্ট ও কিংস ইলেভেন পঞ্জাবের মহম্মদ শামি নিয়েছেন 16 টি করে উইকেট । 15 উইকেট নিয়ে খুব বেশি পিছিয়ে নেই রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার ।