হায়দরাবাদ, 27জুন :2018সালের অনূর্ধ্ব19বিশ্বকাপে সবার নজর কেড়েছিলেন ৷বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন4টি উইকেট ৷ পৃথ্বী শ-র নেতৃত্বাধীনভারতীয় দলে তিনি ছিলেন অন্যতম সদস্য ৷ বাংলার সেই পেসার ঈশান পোড়েল কথা বললেনETVভারতের সঙ্গে ৷ খোলামেলা আলোচনায় উঠেএল তৎকালীন অনূর্ধ্ব19ভারতীয়দলের কোচ রাহুল দ্রাবিড়ের নাম ৷ এছাড়া লকডাউন ও ক্রিকেটে বলে লালার ব্যবহার বন্ধনিয়েও কথা বললেন তিনি ৷
তাঁরক্রিকেট কেরিয়ারের রাহুল দ্রাবিড়ের প্রভাব সম্পর্কে জানতে চাওয়া হলে পোড়েল বলেন,‘‘তিনি ভারতীয় দলের শিরদাঁড়া ছিলেন ৷আমরা যেমন সবাই জানি উনি ছিলেন ভারতীয় ক্রিকেটের দেওয়াল ৷ আমরা খুব ভাগ্যবানদ্রাবিড়কে,আমরা কোচহিসেবে পেয়েছি ৷ আমরা প্রত্যেকদিন দ্রাবিড়ের থেকে নতুন জিনিস শিখতাম ৷ এমনকী,ভারতীয়Aদলেও সবসময় ও পাশে ছিল ৷ আমি ওর মতকোচ আগে দেখিনি ৷ ও এত নমনীয় একজন মানুষ,সবসময় আমাদের উজ্জীবিত করতেন ৷’’
এবারেরIPL-এ কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে নিলামেকেনে ৷ তিনি এদিন বলেন,লকডাউনেরসময় কোনও সাহায্যের প্রয়োজন হলে,রাহুল দ্রাবিড় তাঁকে ফোন করতে বলেছেন ৷
তাঁর সময়ের অনূর্ধ্ব19দল নিয়ে কথা বলার সময় এই ডান হাতি পেসার বলেন,‘‘যেকোনও ভারতীয়র জন্য দেশের হয়ে যেকোনও খেলা অত্যন্তগর্বের ৷ আমার জন্যেও ভারতের প্রতিনিধিত্ব করাটাও ভীষণ গর্বের ৷ আমার জীবনের এটিএকটি বিশেষ ঘটনা ৷ এবং তুমি যদি বিশ্বকাপ জেত,তাহলে তোমার বিশ্বের শিখরে আছ বলে মনে হয় ৷’’