চেন্নাই, 2 ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া সফরের আগে অজিঙ্ক রাহানেকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছিলেন রাহুল দ্রাবিড় ৷ এমনকী তিনি যেন নেটে বেশি ব্যাট না করেন সেই পরামর্শও দিয়েছিলেন ৷ এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে ৷
তিনি বলেন, ‘‘যখন আমরা অস্ট্রেলিয়া সফরের জন্য দুবাই থেকে রওনা দিচ্ছিলাম সেই সময় রাহুল ভাই আমাকে কল করেছিলেন ৷ তিনি বলেছিলেন, কোনও চাপ নিও না ৷ আমি জানি প্রথম টেস্টের পর তুমি দলকে নেতৃত্ব দেবে ৷ কোনও কিছু নিয়ে চিন্তা কোরো না, শুধু মানসিকভাবে শক্ত থাক ৷ নেটে বেশি ব্যাট করবে না ৷’’ তিনি আরও বলেন, ‘‘উনি বলেছিলেন, আমার খুব ভালো প্রস্তুতি হয়েছে, এমনকী ব্যাটিংও খুবই ভালো হচ্ছে ৷ তাই বেশি চাপ নিও না ৷ শুধু ভাব কীভাবে তুমি দলকে নেতৃত্ব দেবে, কীভাবে তুমি প্লেয়ারদের আত্মবিশ্বাস জোগাবে ৷ ফলাফল নিয়ে চিন্তা করবে না, এটা মাথায় রেখো ৷ সেই আলোচনা বিষয়টিকে খুবই সহজ করে দিয়েছিল ৷ যেটা খুবই ভালো ছিল ৷’’