কলকাতা, 3 অগাস্ট : মুম্বইয়ে প্রবল বৃষ্টি । অনুশীলন সঠিক ভাবে করা সম্ভব নয় । ওয়েস্ট ইন্ডিজ় সফরের আগে প্রস্তুতিতে ফাকি না পসন্দ । তাই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের কাছে ডেরা বেঁধে ছিলেন আজিঙ্কা রাহানে । আজ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন রাহানে । সেখানেই জানান, মুম্বইয়ে প্রবল বৃষ্টি হওয়ায় বেঙ্গালুরুতে গেছিলেন ক্যারিবিয়ান সফরের প্রস্তুতি সারতে ।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ়ের সফরের টেস্ট সিরিজ়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক বলেন মূলত ফিটনেস ট্রেনিং করেছেন । বেঙ্গালুরুতে রাহুল দ্রাবিড়ের অধীনে ট্রেনিং উপভোগ করেছেন । এদিকে ওয়েস্ট ইন্ডিজ় দলকে নিয়ে আগাম কিছু বলতে নারাজ । কারণ দলটি কী করতে পারে তা আগে থেকে বলা যায় না । তাই তাঁদের বিরুদ্ধে ভালো কিছু করার দিকে তাকিয়ে আছেন । নিজেদের চেনা পরিবেশে ক্যারিবিয়ানরা এখনও শক্তিশালী দল । প্রতিপক্ষকে সম্মান দিয়ে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান বলে জানান রাহানে । নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে ভূমিকা নেওয়ার কথাও রাহানে বলেছেন ।