পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টি-20 বিশ্বকাপের পরিবর্তে IPL হলে প্রশ্ন উঠবে: ইনজ়ামাম

চলতি বছরের অক্টোবরে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় রয়েছে ৷ বিশ্বকাপ না হলে IPL-এর পথ প্রশস্ত হবে ৷ আর এখানেই আপত্তি প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজ়ামাম উল হকের ৷

টি-20 বিশ্বকাপের পরিবর্তে IPL হলে প্রশ্ন উঠবে: ইনজামাম
টি-20 বিশ্বকাপের পরিবর্তে IPL হলে প্রশ্ন উঠবে: ইনজামাম

By

Published : Jul 6, 2020, 4:38 PM IST

করাচি, 6 জুলাই: এখনও ঝুলে আছে টি-20 বিশ্বকাপের ভবিষ্যত ৷ আর এই কারণেই IPL নিয়েও কোনও সিদ্ধান্ত নিতে পারছে না BCCI ৷ কোরোনা সংক্রমণের জেরে একান্তই যদি টি-20 বিশ্বকাপ না হয় তা হলে 2020 IPL-এর পথ প্রশস্ত হবে ৷ সেই আশাতেই দিন গুনছে BCCI ৷ আর এখানেই আপত্তি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজ়ামাম উল হকের ৷ তাঁর মতে, টি-20 বিশ্বকাপ স্থগিত হওয়ার পর যদি IPL অনুষ্ঠিত হয় তাহলে প্রশ্ন উঠবে ৷

বছর পঞ্চাশের এই প্রাক্তন ব্যাটসম্যান একটি ইউটিউব চ্যানেলে বলেন, "শোনা যাচ্ছে বিশ্বকাপের সঙ্গে IPL ও ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের ক্ল্যাশ হওয়ায় টি-20 বিশ্বকাপ হবে না ৷ ভারতীয় ক্রিকেট বোর্ড ক্ষমতাসম্পন্ন ৷ ICC-র উপর ওদের যথেষ্ট কন্ট্রোল রয়েছে ৷ অস্ট্রেলিয়া যদি বলে কোরোনা প্যানডেমিকের কারণে তারা বিশ্বকাপ অনুষ্ঠিত করতে পারবে না, সেটা মেনে নেওয়া যায় ৷ কিন্তু তার পরিবর্তে একই সময়ে একই ধরনের অন্য কোনও ইভেন্ট হলে প্রশ্ন উঠবেই ৷"

তিনি আরও বলেছেন, "ICC-র কোনও প্রাইভেট লিগকে অগ্রাধিকার দেওয়া উচিত নয় ৷ এতে আন্তর্জাতিক ম্যাচের পরিবর্তে টি-20 লিগগুলিতে খেলতে বাধ্য হবেন তরুণ ক্রিকেটাররা ৷ আমি আরও শুনেছি, অন্য ইভেন্টের সঙ্গে ক্ল্যাশ করায় এশিয়া কাপের সূচি নিয়ে আপত্তি উঠেছে ৷ এই নিয়ে ICC, ACC ও প্রতিটি ক্রিকেট বোর্ডের একসঙ্গে বসা উচিত ৷ কোনও প্রাইভেট লিগকে অগ্রাধিকার দেওয়া হবে না তা নিয়ে কড়া বার্তা দেওয়া প্রয়োজন রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details