রাজকোট, 16 মার্চ : শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন 2018 সালে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ৷ তারপর দু'টো বছর কেটে গেলেও কোহলির দলে জায়গা হয়নি সৌরাষ্ট্রের ফাস্ট বোলার জয়দেব উনাদকাটের ৷ তাঁরই নেতৃত্বে সদ্য রণজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র ৷ 13.23 গড়ে 67টি উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটশিকারী পেস বোলারে পরিণত হয়েছেন তিনি ৷ এরপরও উনাদকাট ভারতীয় দলে ডাক না পেলে ভীষণ অবাক হবেন টেস্টে কোহলির দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷
গত দশবছরে তিন তিনবার রণজি ট্রফি জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে সৌরাষ্ট্রকে ৷ এবারও ট্রফিটা প্রায় ফসকেই যাচ্ছিল ৷ শেষ মুহূর্তে বাংলা শিবিরে আঘাত হেনে ট্রফি ছিনিয়ে এনেছিলেন উনাদকাট ৷ বাংলাকে 381 রানে বেঁধে রেখে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনাল জিতে নেয় সৌরাষ্ট্র ৷