পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভারতীয় দলে উনাদকাটকে না দেখলে অবাক হব : পূজারা

গত দশ বছরে তিন তিনবার রণজি ট্রফি জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে সৌরাষ্ট্রকে ৷ এবারও ট্রফিটা প্রায় ফসকেই যাচ্ছিল ৷ শেষ মুহূর্তে বাংলা শিবিরে আঘাত হেনে ট্রফি ছিনিয়ে এনেছিলেন উনাদকাট ৷

pujara
পূজারা

By

Published : Mar 16, 2020, 3:48 AM IST

রাজকোট, 16 মার্চ : শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছেন 2018 সালে ৷ বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ়ে ৷ তারপর দু'টো বছর কেটে গেলেও কোহলির দলে জায়গা হয়নি সৌরাষ্ট্রের ফাস্ট বোলার জয়দেব উনাদকাটের ৷ তাঁরই নেতৃত্বে সদ্য রণজি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র ৷ 13.23 গড়ে 67টি উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটশিকারী পেস বোলারে পরিণত হয়েছেন তিনি ৷ এরপরও উনাদকাট ভারতীয় দলে ডাক না পেলে ভীষণ অবাক হবেন টেস্টে কোহলির দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৷

গত দশবছরে তিন তিনবার রণজি ট্রফি জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে সৌরাষ্ট্রকে ৷ এবারও ট্রফিটা প্রায় ফসকেই যাচ্ছিল ৷ শেষ মুহূর্তে বাংলা শিবিরে আঘাত হেনে ট্রফি ছিনিয়ে এনেছিলেন উনাদকাট ৷ বাংলাকে 381 রানে বেঁধে রেখে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ফাইনাল জিতে নেয় সৌরাষ্ট্র ৷

দীর্ঘতম ওভারের ফরম্যাটে সৌরাষ্ট্র ভারত সেরা হওয়ার পর অধিনায়কের প্রশংসায় ভাসেন পূজারা ৷ তিনি বলেন, "ভারতীয় দল থেকে ডাক এল কি এল না তা নিয়ে ভাবে না উনাদকাট ৷ কিন্তু এরপরও যদি ভারতীয় দলে ডাক না পায় তাহলে অবাক হব ৷" পূজি আরও বলেন, "গোটা মরশুম জুড়ে দারুণ বল করেছে জয়দেব ৷ 67টি উইকেট নেওয়ার পর মনে হয় না রণজি ট্রফিতে এর থেকে ভাল পারফর্ম কেউ করতে পারতে ৷ ভারতীয় দলে ডাক পেতে রণজি ট্রফির পারফরমেন্সকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ৷"

উনাদকাট নিজেও জাতীয় দলের জার্সিতে কামব্যাকের জন্য মুখিয়ে ৷ জাতীয় নির্বাচকরা কি শুনছেন ?

ABOUT THE AUTHOR

...view details