চেন্নাই, 4 ফেব্রুয়ারি : লম্বা ইনিংস খেলতে পারার ক্ষমতা, তাই চেতেশ্বর পূজারার উইকেটের দিকে বিশেষ নজর দিচ্ছে টিম ইংল্যান্ড ৷ বৃহস্পতিবার ইংলিশ অধিনায়ক জো রুট বলেন, ইংল্যান্ড দলের ব্যাটসম্যানদের পূজারার ব্যাটিং দেখে অনুপ্রাণিত হওয়া দরকার ৷
রাজকোট জাত চেতেশ্বর পূজারা, অজ়ি সফরে ফের একবার অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ান ৷ 4 ম্যাচের সিরিজ়ে 3টি অর্ধশতরান করেন ৷ তবে সব থেকে গুরুত্বপূর্ণ সিরিজ়ে প্রায় 900টি বল খেলেন তিনি ৷
চার ম্যাচের সিরিজ় শুরুর আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে রুট বলেন, ‘‘আমি মনে করি, পূজারা এক অসাধারণ ক্রিকেটার ৷ ইয়র্কশায়ারে ওর পাশে কয়েকটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ৷ ওর থেকে অনেক কিছু শিখেছি ৷ ব্যাটিং নিয়ে ওর সঙ্গে আলোচনা করেছি ৷ ক্রিকেট সম্পর্কে ওর ভালোবাসার সম্পর্কে জেনেছি ৷ এটা সত্যিই অসাধারণ ৷
পূজারার উইকেট তাই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি ৷ রুট বলেন, ‘‘সুতারাং ওর বিরুদ্ধে খেলা ৷ এবং দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করা ও বিশাল ইনিংস খেলতে দেখে, অনেক কিছু শেখা যায় ৷ যদি ভারতীয় দলে ওর গুরুত্ব অনুযায়ী, আমাদের জন্য ও একটি বিশাল উইকেট ৷ এবং এই বিষয়ে কোনও সন্দেহই নেই ৷’’