হ্যামিলটন ও মুম্বই, 4 ফেব্রুয়ারি : সিনিয়র ক্রিকেটারদের চোট-আঘাতের কারণে সীমিত ওভারে ভারতীয় দলের দরজা খুলে গেল তরুণদের সামনে ৷ বুধবার হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ় শুরু হচ্ছে ৷ কিউয়িদের দেশে 50 ওভারের ফরম্যাটে অভিষেক হতে চলেছে মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ-এর ৷
চোট পেয়ে অবশিষ্ট কিউয়ি সফর থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা ৷ চোটের কারণে নেই শিখর ধাওয়ান ৷ তাঁর পরিবর্তে 50 ওভারের ফরম্যাটে ডাক পান মায়াঙ্ক ৷ তবে মায়াঙ্ককে ওপেনিংয়ে নামানো হবে কি না তা নিয়ে সংশয় ছিল ৷ কারণ এই নিউজ়িল্যান্ডেই ভারতীয় 'এ' টিমের হয়ে একেবারেই সুবিধে করতে পারেননি মায়াঙ্ক ৷ সদ্য সমাপ্ত টি-20 সিরিজ়ে দুরন্ত পারফর্ম করা লোকেশ রাহুল ওপেনিংয়ে ভাবা হচ্ছিল ৷ যদিও মঙ্গলবার প্রি ম্যাচ সাংবাদিক বৈঠকে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দেন, ওয়ানডে-তে পাঁচ নম্বরে নামবেন লোকেশ রাহুল ৷ মিডল অর্ডার মজবুত করতেই এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের ৷ উইকেটের পিছনে ঋষভ পন্থ ফিরবেন কি না তা এখনও স্পষ্ট নয় ৷ অন্যদিকে এই সিরিজ়কে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে নারাজ বিরাট কোহলি ৷ টি-20 বিশ্বকাপের জন্য IPL-ই সেরা মঞ্চ, মত অধিনায়কের ৷