হ্যামিলটন, 14 ফেব্রুয়ারি : প্রেম দিবসে বিড়ম্বনায় ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ নিয়মিত ওপেনার রোহিত শর্মার চোটর কারণে ছিটকে গিয়েছেন টেস্ট সিরিজ় থেকে ৷ তাই তার পরিবর্ত খোঁজার চেষ্টা করছেন বিরাট কোহলি ও কোং ৷ পরিবর্ত হিসাবে ভাবা হয়েছে শুভমন গিল ও পৃথ্বী শ-র নাম ৷ কিন্তু প্রথম একাদশে কে থাকবেন তা নিয়ে দ্বন্ধ্বে ভারতীয় শিবির ৷
দলের কম্বিনেশন তৈরির জন্য প্রস্তুতি ম্যাচগুলোর দিকেই নজর দিয়েছে ভারত ৷ প্রস্তুতি ম্যাচের ফর্মের উপর ভর করেই প্রথম একাদশ বানাতে চাইছে টিম ইন্ডিয়া ৷ কিন্তু সেখানে চরম ব্যর্থ ভারতের সম্ভাব্য দুই ওপেনার ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে শূন্য রানেই আউট দু’জনে ৷ ওপেন করতে নেমে 4 বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরলেন পৃথ্বী ৷ অন্যদিকে প্রথম বলেই আউট শুভমন ৷ তাই কাকে ছেড়ে কাকে প্রথম একাদশে খেলাবেন কোহলি, তা এখন ঘোর অনিশ্চিয়তায় ৷ তবে মজা করে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু পৃথ্বী শুভমনের থেকে 3টি বল বেশি খেলেছেন তাই তাঁরই পাল্লা ভারী ৷