পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোহলি, কার্স্টেনের পরামর্শে নতুন মরশুমের রোডম্যাপ প্রয়াসের - rcb

বিরাট কোহলি এবং গ্যারি কার্স্টেনের থেকে পরামর্শ নিয়ে স্থানীয় ক্রিকেটে ফিরলেন প্রয়াস রায় বর্মণ । দুই সেরা ক্রিকেটারের থেকে পরামর্শ নিয়ে আগামী এক বছরের রোডম্যাপ তৈরি করছেন তিনি ।

s

By

Published : May 12, 2019, 9:24 AM IST

কলকাতা, 12 মে : IPL-এ খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে । এবার বিরাট কোহলি এবং গ্যারি কার্স্টেনের থেকে পরামর্শ নিয়ে স্থানীয় ক্রিকেটে ফিরলেন প্রয়াস রায় বর্মণ । দুই সেরা ক্রিকেটারের থেকে পরামর্শ নিয়ে আগামী এক বছরের রোডম্যাপ তৈরি করছেন তিনি ।

RCB-র ড্রেসিংরুমে তারকার মেলা । বিরাট কোহলির নেতৃত্বে খেলার অভিজ্ঞতার পাশাপাশি ডিভিলিয়ার্সের সঙ্গে খেলা নিয়ে আলোচনার সুযোগ । যজুবেন্দ্র চাহালের সঙ্গে লেগস্পিন নিয়ে কথা বলে দৃষ্টিভঙ্গিতে বদল হয়েছে প্রয়াসের । এদিকে শুধু বল নয়, ব্যাট হাতে ভালো পারফরমেন্স ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটের নিষ্ঠুর দুনিয়ায় টিকে থাকার রসদ জোগাবে তা প্রয়াসকে বুঝিয়েছেন গ্যারি কার্স্টেন । সেই মতো বড়িশা স্পোর্টিংয়ের হয়ে ক্লাব ক্রিকেট খেলার ফাঁকে নিজের স্ট্যান্স ঠিক করছেন দুর্গাপুরের কিশোর লেগস্পিনার ।

IPL নিলামে কোটি টাকার বেশিতে বিক্রি হয়েছিলেন প্রয়াস রায় বর্মণ । বছর ষোলোর বঙ্গ লেগস্পিনারের উপর RCB-র মোটা অর্থ বিনিয়োগ চমক তৈরি করেছিল । বিজয় হাজ়ারে ট্রফিতে তার ভালো পারফরমেন্স কোহলি, কার্স্টেনদের নজর কেড়েছিল । তবে দলে নিলেও প্রয়াস রায় বর্মণকে একটির বেশি ম্যাচ খেলায়নি RCB । IPL-এ অভিষেক ম্যাচে বঙ্গ লেগস্পিনারের অভিজ্ঞতা সুখকর নয় । তবে ব্যর্থতা যাতে প্রয়াসকে মানসিকভাবে দুর্বল না করে সেই জন্য পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক বিরাট কোহলি । ব্যর্থতাকে ভুলে আরও বেশি করে অনুশীলনে ডুবে থাকার পরামর্শ দিয়েছেন প্রয়াস রায় বর্মণকে ।

CAB-র সিনিয়র নক আউটে ইস্টবেঙ্গল এক উইকেটে বড়িশা স্পোর্টিংকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। সোমবার প্রতিপক্ষ কালীঘাট ক্লাব । বড়িশার হয়ে খেলতে নেমে প্রয়াস তিন উইকেট নিয়েছেন । তাঁর ভালো পারফরমেন্সেও দল হেরেছে । হারের হতাশা থাকলেও ভেঙে পড়ছেন না । বরং নতুন মরশুমে ক্লাব ও রাজ্য ক্রিকেটে নিজেকে নিংড়ে দিতে চান ।

ABOUT THE AUTHOR

...view details