টোকিও, 28 এপ্রিল : স্থগিত নয়, বাতিলই করা হতে পারে অলিম্পিক । এমনই আশঙ্কার কথা শোনালেন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান ইয়োশিরো মোরি । তাঁর কথানুযায়ী, আগামী বছরও বিশ্বজুড়ে কোরোনার সংক্রমণ না কমলে "দা গ্রেটেস্ট শো অন আর্থ" বাতিল হতে পারে ।
কোরোনার প্রকোপ না কমলে কি ফের স্থগিত করে দেওয়া হবে অলিম্পিক ? এই প্রশ্নের উত্তরে মোরি বলেন, "না স্থগিত হবে না । তবে যদি এমন পরিস্থিতি আসে তাহলে অলিম্পিক বাতিল করা হবে ।"