দিল্লি, ৩ এপ্রিল: কোরোনা পরিস্থিতি নিয়ে দেশের ৪০ জন বিশিষ্ট খেলোয়াড়দের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁদের মধ্যে ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, বিরাট কোহলি প্রমুখ । একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দেশের এই কঠিন সময়ে প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে, তাঁদেরকে সতর্কতার বার্তা প্রদান করতে নতুন কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী এই ভিডিয়ো কনফারেন্সিং করেন ।
কোরোনা সতর্কতার বার্তা যাতে মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য খেলোয়াড়দের কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী । তাঁর ইচ্ছা কোরোনা সতর্কতার বার্তা প্রচারে এগিয়ে আসুক দেশের নামজাদা এই খেলোয়াড়রা । আজকের ভিডিয়ো কনফারেন্স যে শুধু সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরাই ছিলেন তা নয়, ছিলেন অন্য খেলোয়াড়ও । প্রধানমন্ত্রী চান দেশে প্যানডেমিক রুখতে, মানুষকে আরও বেশি সতর্ক করতে এগিয়ে আসুক তাঁরা ।