পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফিটনেস, দিল্লির ছোলা-বাটোরা ; বিরাটকে একগুচ্ছ প্রশ্ন মোদির - Virat kohli joins pm Modi's virtual conference

ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে ফিটনেস নিয়ে আলোচনা করলেন বিরাট কোহলি ।

Modi
Modi

By

Published : Sep 24, 2020, 6:07 PM IST

দিল্লি, 24 সেপ্টেম্বর : দেশে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অদৃশ্য ভাইরাসের থেকে দেশকে বাঁচাতে ভরসা ফিটনেস । ভালো খাওয়া দাওয়া ও শারীরিকভাবে ফিট থাকলে ভাইরাসের মোকাবিলা করা সহজ । আজ ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিরাট কোহলির কথোপকথনে সেই কথাই উঠে এল । পাশাপাশি ইয়ো ইয়ো টেস্ট, ফিটনেস, দিল্লির ছোলা-বাটোরা সহ মোদির একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন ক্যাপ্টেন কোহলি ।

ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি উপলক্ষ্যে "ফিট ইন্ডিয়া ডায়লগ" নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । বিরাট কোহলি ছাড়াও একঝাঁক ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । IPL- এর জন্য বর্তমানে দুবাইয়ে রয়েছেন বিরাট । সেখান থেকেই আলোচনায় অংশ নেন । যেখানে নিজের রুটিন ফিটনেস ছাড়াও ইয়ো ইয়ো টেস্ট সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান কোহলি ।

বিরাট বলেন, "আমরা যখন খেলা শুরু করেছিলাম তখনকার থেকে এখন ফিটনেসে বড় পরিবর্তন এসেছে । আগে খেলায় উন্নতির জন্য ফিটনেস সেশন শুরু হয় । আর এখন অনুশীলন না করতে পারলে খারাপ লাগে না কিন্তু ফিটনেস সেশন মিস হলে খারাপ লাগে ।"

দিল্লির ছোলা-বাটোরা

একটা সময় স্ট্রিট ফুডের ভক্ত বিরাট এখন পুরোপুরি ভেগান । প্রাণীজাত খাবারের দিকে তাকিয়ে দেখেন না । তাই মজা করে মোদি প্রশ্ন করেন, "দিল্লির ছোলা-বাটোরা খেতে পান না বলে নিশ্চয় কষ্ট হয় ?" উত্তরে কোহলি বলেন, "দিদিমাকে দেখেছি সবসময় বাড়ির খাবার খেতে । তিনি সুস্থ থাকতেন । প্রথম প্রথম বাইরের খাবার খুব খেতাম । এখন সেসব বদলে গেছে । ফিটনেস না থাকলে কোনও কাজ যে হবে না তা বুঝে মনোভাব বদলাই ।"

ইয়ো ইয়ো টেস্ট

ইয়ো ইয়ো টেস্ট কি অধিনায়ককেও দিতে হয় ? মোদির এই প্রশ্নে ক্যাপ্টেন বলেন, “আমি সবার প্রথমে এই টেস্ট দিই । পরীক্ষায় ফেল করলে আমাকেও টিম থেকে বাইরে যেতে হবে । একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে আপনাকে সবসময় ফিট থাকতে হবে । আজকের দিনে আমাদের টিম যথেষ্ট ফিট ।"

ABOUT THE AUTHOR

...view details