দিল্লি, 24 সেপ্টেম্বর : দেশে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অদৃশ্য ভাইরাসের থেকে দেশকে বাঁচাতে ভরসা ফিটনেস । ভালো খাওয়া দাওয়া ও শারীরিকভাবে ফিট থাকলে ভাইরাসের মোকাবিলা করা সহজ । আজ ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিরাট কোহলির কথোপকথনে সেই কথাই উঠে এল । পাশাপাশি ইয়ো ইয়ো টেস্ট, ফিটনেস, দিল্লির ছোলা-বাটোরা সহ মোদির একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন ক্যাপ্টেন কোহলি ।
ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তি উপলক্ষ্যে "ফিট ইন্ডিয়া ডায়লগ" নামে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । বিরাট কোহলি ছাড়াও একঝাঁক ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । IPL- এর জন্য বর্তমানে দুবাইয়ে রয়েছেন বিরাট । সেখান থেকেই আলোচনায় অংশ নেন । যেখানে নিজের রুটিন ফিটনেস ছাড়াও ইয়ো ইয়ো টেস্ট সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান কোহলি ।
বিরাট বলেন, "আমরা যখন খেলা শুরু করেছিলাম তখনকার থেকে এখন ফিটনেসে বড় পরিবর্তন এসেছে । আগে খেলায় উন্নতির জন্য ফিটনেস সেশন শুরু হয় । আর এখন অনুশীলন না করতে পারলে খারাপ লাগে না কিন্তু ফিটনেস সেশন মিস হলে খারাপ লাগে ।"