পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হার-জিতের কথা না ভেবে সতীর্থদের স্বাধীনভাবে খেলার পরামর্শ শ্রেয়সের - জয়ের কথা না ভেবে সতীর্থদের স্বাধীনভাবে খেলার পরামর্শ শ্রেয়াসের

গতকাল আবু ধাবিতে দিল্লি ক্যাপিটালসকে 59 রানের বড় ব্যবধানে হারিয়েছে KKR । শ্রেয়স বলেন, এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে ।

Shreyas Iyer
Shreyas Iyer

By

Published : Oct 25, 2020, 11:19 AM IST

আবু ধাবি, 25 অক্টোবর : মরুদেশে দিল্লি ক্যাপিটালসের বিজয়রথে লাগাম পরিয়েছে কলকাতা নাইট রাইডার্স । গতকাল আবু ধাবিতে দিল্লি ক্যাপিটালসকে 59 রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা । চলতি IPL-এ দিল্লির এমন হতাশাজনক পারফরম্যান্স আগে দেখা যায়নি । তারপরই দলের উদ্দেশে বার্তা দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার । হার-জিতের কথা না ভেবে স্বাধীনভাবে খেলার পরামর্শ দিলেন তিনি ।

শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে ভেলকি দেখান নাইটদের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী । বরুণের স্পিনে দিশেহারা হয়ে ম্যাচও হাতছাড়া করে দিল্লি । ঋষভ পন্থ থেকে শুরু করে একে একে বরুণের শিকার হন শিমরন হেটমেয়ার, শ্রেয়স আইয়ার, মার্কাস স্টইনিস ও অক্ষর প্যাটেল ৷ চলতি IPL-এ এর আগে এমন হারের সম্মুখীন হয়নি দিল্লি । ম্যাচের পর অধিনায়ক শ্রেয়স আইয়ার বললেন, "আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে । হার-জিতের কথা না ভেবে স্বাধীনভাবে খেলতে হবে । আমাদের হয়ত বিপক্ষকে আরও চাপে ফেলা উচিত ছিল । আরও আক্রমণাত্বক হওয়ার প্রয়োজন ছিল । কিন্তু ওরা যেভাবে খেলল, বিশেষ করে সুনীল নারিন আসার পর ম্যাচের মোড় ওদের দিকেই ঘুরে যায় । আমার মতে, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট । আমাদের আরও নিঁখুতভাবে বল করা উচিত ছিল । নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারিনি ।"

আইয়ার আরও বলেন, বড় টার্গেট তাড়া করতে গিয়ে তাড়াতাড়ি উইকেট হারানোটা বেশ চাপের । তাঁর কথায়, "190 রানের মতো বড় টার্গেট তাড়া করতে হলে ইনিংসের শুরুটা ভালো করতেই হবে । প্রথম 6 ওভারে কমপক্ষে 50 রান তোলা প্রয়োজন । তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে পরের ব্যাটসম্যানদের উপর চাপ পড়ে । তবে এটাকে হারের কারণ হিসেবে ধরা যায় না ।"

তিনি বলেন, এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে । বলেন, "আমরা এই হারে হয়তো হতাশ । কিন্তু এটা ভেবে খুশি যে এই সময় এমন হারের সম্মুখীন হতে হল । এই ম্যাচ থেকে অনেক কিছু শিখলাম । ফিরে গিয়ে পরের ম্যাচের জন্য হোমওয়ার্কে কাজে লাগবে ।"

ABOUT THE AUTHOR

...view details