পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিউজিল্যান্ডের খেলা হোক টি-20 বিশ্বকাপ : ডিন জোনস - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

18 অক্টোবর থেকে 15 ই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপের । কিন্তু কোরোনা ভাইরাসের জন্য এই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনও বিশবাঁও জলে

Image
টি-20 বিশ্বকাপ

By

Published : Jun 3, 2020, 8:18 PM IST

দিল্লি, 3 জুন: টি-20 বিশ্বকাপ হতে পারে নিউজিল্যান্ডে ।তবে দেখতে হবে সে দেশের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন সোশাল ডিসটেন্স এর গাইডলাইনসরলীকরণ করেন কিনা । বক্তা অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডিন জোনস।

চলতিবছরের শেষের দিকে 18 অক্টোবরথেকে 15 ইনভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া হওয়ার কথা ছিল টি-20 বিশ্বকাপের । কিন্তু কোরোনা ভাইরাসের জন্যএই টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনও বিশবাঁও জলে ।

জেসিন্ডাআর্ডেন বলেছেন, নিউজিল্যান্ড সামনের সপ্তাহে তাদের সমস্ত সামাজিক দূরত্ব বিধি তুলেনিতে চলেছে । এদিন জোনস টুইট করে বলেন, “ সম্ভবত নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ খেলা যেতে পারে।” তবে তিনি এটা শুধুমাত্র একটা চিন্তাবলেও হ্যাশট্যাগ দিয়েছেন ।

আজসকালেই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন ঘোষণা করেন লেভেল 1 এ আর কোনও সামাজিক দূরত্ব বিধি মানার দরকার নেই । যদিও সীমান্তে বিধিনিষেধ বজায় থাকছে ।

ABOUT THE AUTHOR

...view details