লন্ডন, 23 এপ্রিল : ‘‘টেক্সট গেট’’ কাণ্ড ৷ যার জেরে নড়েচড়ে বসেছিল ইংল্যান্ড ক্রিকেট ৷ অভিযোগ উঠেছিল সেই কেভিন পিটারসনের বিরুদ্ধে ৷ সেই পিটারসনকে আর ইংল্যান্ডের জার্সি পরে খেলতে দেওয়া উচিত ছিল না, বলে মত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের ৷
কী এই টেক্সট গেট কাণ্ড ? অভিযোগটি উঠেছিল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের একটি সিরিজ়ে ৷ অভিযোগ উঠেছিল, বিপক্ষের এক বোলারকে কেভিন পিটারসন অ্যান্ড্রু ট্রসকে আউট করার টিপস দিয়েছিলেন ৷ যা পরবর্তীকালে ক্রিকেট বিশ্বে টেক্সট গেট কাণ্ড নামে পরিচিত হয় ৷
একটি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেন, ‘‘আমার কাছে কখনও ব্যাপারটা 100 শতাংশ পরিষ্কার ছিল না ৷ কিন্তু যদি পিটারসন এটা করত, ব্যক্তিগতভাবে আমি মনে করি, তাঁর আর ইংল্যান্ডের হয়ে খেলা উচিত ছিল না ৷ যদি এক ইংলিশ ক্রিকেটার, সে যেই হোক, যদি সে বিপক্ষ দলে টেক্সট করে নিজের দলের ক্রিকেটারকে আউট করার টিপস দেয়, তাঁর আর ইংল্যান্ড দলে খেলার অধিকার নেই ৷ ’’
আজ পর্যন্ত কেউ জানে না আসলে কী হয়েছিল ৷ পিটারসন দক্ষিণ আফ্রিকা দলকে ট্রস সম্পর্কে ঠিক কী বলেছিলেন ৷ কিন্তু অভিযোগ উঠেছিল মর্নি মরকেলকে টেক্সট করে ট্রসকে আউট করার টিপস দিয়েছিলেন পিটারসন ৷
থ্রি লায়নসদের হয়ে 104টি টেস্ট ম্যাচ খেলেছেন পিটারসন ৷ 8181 রান করেছিলেন তিনি ৷ মাইকেই ভনের অধিনায়কত্বে 2005 সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় পিটারসনের ৷