লন্ডন, 28জুন : এই মুহূর্তে ইংল্যান্ডে আছেওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দল ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলারকথা ক্যারিবিয়ানদের ৷ কিন্তু তার মধ্যেই একটি শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দেন ওয়েস্টইন্ডিজ় কোচ ফিল সিমন্স ৷ তারপরই তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে যান ৷
বর্তমানেওল্ড ট্র্যাফোর্ডের একটি হোটলে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন সিমন্স ৷ সূত্রের খবরবৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে দু’বার তাঁর কোরোনা পরীক্ষা করা হবে ৷তারপরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি ৷ এর আগে পাকিস্তানের10জন ক্রিকেটার কোরোনা আক্রান্ত হন ৷ যানিয়ে বেশ আতঙ্কিত ক্রিকেট মহল ৷
আরও পড়ুন :- কবে অনুশীলনে ফিরবে ভারতীয় দল?ইঙ্গিত দিলেন সৌরভ
তবেসিমন্সের অনুপস্থিতি দলের অনুশীলনে প্রভাব ফেলবে না বলেই মত দলের পেস বোলারঅ্যালজারি জোশেফের ৷ তিনি বলেন, ‘‘এতে আমাদের অনুশীলনের কোনও ব্যাঘাত হবে না ৷ আমাদের যা করারতা করতে হবে ৷ আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি ৷ আমাদের বড় কোচিং স্টাফ আছে ৷ এবংতারা সকলেই হেল্ফফুল ৷ তাই সিমন্সের না থাকাটা দলের বড় কোনও সমস্যা হবে না ৷’’
সহকারিকোচ রডি এস্টউইক ও রায়ান গ্রিফ্থ দলের অনুশীলনের নজর রাখবে ৷ এছাড়া দ্বিতীয়প্রস্তুতি ম্যাচের তত্বাধানও করবেন এই দু‘জন ৷ জুলাইয়ের8তারিখ থেকে সাউদহামটনে শুরু হচ্ছেসিরিজ়ের প্রথম ম্যাচ ৷
আরও পড়ুন :- দ্রাবিড় অনূর্ধ্ব-19ভারতীয় দলের শিরদাঁড়া
ওয়েস্টইন্ডিজ়ের অধিনায়ক জেসন হোল্ডার,কেমার রোচ ও শ্যানন গেব্রিয়ালের সঙ্গে অ্যালজারি জোশেফ দলেরচতুর্থ পেসার ৷23বছরবয়সি জোশেফ বলছেন, ‘‘অবশ্যইএই তিন জনের আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে ৷ আমি আমার ক্ষমতাটা জানি ৷ কিন্তুইংল্যান্ড জানে না ৷’’