লাহোর, 31মে : পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলকে3বছরের নির্বাসন দিয়েছিল সে দেশেরক্রিকেট বোর্ড ৷ সেই নির্বাসন কমানোর জন্য আবেদন করেন আকমল ৷PCBআগেই জানিয়েছিল,আকমলের এই আবেদনটি শোনার জন্য একনিরপেক্ষ বিচারককে রাখা হবে ৷ সেইমতো বিকারকের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেটবোর্ড ৷ পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখারকে নিয়োগ করলPCB৷
বিচারক ফকির মহম্মদ খোখারই উমর আকমলের আবেদন শোনার দিনক্ষণ ঘোষণাকরবেন ৷ দিন নির্দিষ্ট হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডর তরফে তা জানিয়ে দেওয়া হবে ৷PCB-র তরফে একটিবিজ্ঞপ্তি দিয়ে আজ একথা জানানো হয় ৷