পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আকমলের আবেদন শোনার জন্য PCB-র বিচারক নিয়োগ - সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখার

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখারকে নিয়োগ করল PCB ৷ তিনিই উমর আকমলের আবেদন শুনবেন ৷

image
উমর আকমল

By

Published : May 31, 2020, 7:07 PM IST

লাহোর, 31মে : পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলকে3বছরের নির্বাসন দিয়েছিল সে দেশেরক্রিকেট বোর্ড ৷ সেই নির্বাসন কমানোর জন্য আবেদন করেন আকমল ৷PCBআগেই জানিয়েছিল,আকমলের এই আবেদনটি শোনার জন্য একনিরপেক্ষ বিচারককে রাখা হবে ৷ সেইমতো বিকারকের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেটবোর্ড ৷ পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক ফকির মহম্মদ খোখারকে নিয়োগ করলPCB

বিচারক ফকির মহম্মদ খোখারই উমর আকমলের আবেদন শোনার দিনক্ষণ ঘোষণাকরবেন ৷ দিন নির্দিষ্ট হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডর তরফে তা জানিয়ে দেওয়া হবে ৷PCB-র তরফে একটিবিজ্ঞপ্তি দিয়ে আজ একথা জানানো হয় ৷

19মে তিন বছরের নির্বাসনের বিরুদ্ধে আবেদন করেন পাকিস্তানি ক্রিকেটারউমর আকমল ৷ তিনি শাস্তি কমানোর আবেদন করেন ৷PCB-র ডিসিপ্লিনারি প্যানেল আকমলেরবিরুদ্ধে দূর্নিতির সমস্ত অভিযোগ খতিয়ে দেখে শাস্তি ঘোষণা করে ৷ আকমলের বিরুদ্ধেPCB-র দূর্নিতি দমননিয়মের2.4.4ধারা লঙ্ঘন করার অভিযোগ ওঠে ৷

পাকিস্তানি ক্রিকেট বোর্ডের2.4.4ধারা অনুযায়ী কোনও ক্রিকেটারের কাছেযদি ম্যাচ ফিক্সিং করার কোনও প্রস্তাব আসে,তাহলে তা তৎক্ষণাৎ বোর্ডকে জানাতে হবে৷ অভিযোগ ওঠে আকমলকে বুকি প্রস্তাব দিলেও সেটা তিনি বোর্ডকে জানাননি ৷

ABOUT THE AUTHOR

...view details