মেলবোর্ন, 21 মে: 2020-র IPL-এ খেলা নিয়ে আশা ছাড়ছেন না অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স । তাঁর মতে, মাঠে ক্রিকেট ফিরিয়ে আনতে IPL-এর চেয়ে ভালো কিছু হতে পারে না । এই লিগ দিয়েই ক্রিকেটাররা মাঠে ফিরবে বলে তাঁর আশা।
রেকর্ড 15.5 কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স । তিনিই এখন টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়ে । তিনিও IPL-এ খেলার জন্য মুখিয়ে ছিলেন । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে 13তম IPL-এর ভবিষ্যৎ অনিশ্চিত । এই মুহূর্তে ক্রিকেট নয়, মানুষের সুরক্ষাই প্রধান, জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড । টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপের মতো মেগা টুর্নামেন্ট বাতিল হলেই এবছর IPL হওয়ার সম্ভাবনা রয়েছে । কিন্তু এত জটিল অঙ্কের মধ্যে যাচ্ছেন না কামিন্স । তাঁর মতে, অক্টোবরে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি এবং মাঠে ক্রিকেট ফিরিয়ে আনার জন্য একমাত্র IPL-ই সঠিক ইভেন্ট ।