পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চড়া দামে প্যাট কামিন্সকে কিনে চমক কলকাতার - Pat Cummins

কলকাতায় আইপিএলের নিলাম । 15 কোটি 50 লাখ টাকায় প্যাট কামিন্সকে নিল KKR ।

Pat Cummins in KKR
KKR-এ প্যাট কামিন্স

By

Published : Dec 19, 2019, 11:52 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর : প্যাট কামিন্সকে নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটাল-এর দ্বৈরথের মধ্যে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স । দু'কোটি টাকা বেস প্রাইস ছিল এই অস্ট্রেলিয় পেসারের । 20 ওভারের ক্রিকেটে নিজেকে আরও পরিশীলিত করে নতুনভাবে ফিরে এসেছেন তিনি । ফলে বেঙ্গালুরু ও দিল্লি যখন অজ়ি পেসারকে দলে নেওয়ার জন্য টাকার থলি নিয়ে পরস্পরকে টেক্কা দেওয়ায় ব্যস্ত তখন অনেকটা সার্জিক্যাল স্ট্রাইক করে প্যাট কামিন্সকে তুলে নিল KKR । সাড়ে পনেরো কোটি টাকা তাঁর জন্য ব্যয় করলেন শাহরুখ খান ।

পাঁচ বছর আগে 2014 সালে বেগুনি জার্সিতে খেলতে নেমে চোট পেয়েছিলেন । যা মাঠে নামার অন্তরায় হয়ে দাঁড়ায় প্যাট কামিন্সের । এবার তিনি শুধু ঘরে ফিরলেন না, IPL-এ বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়ে নজির গড়লেন । সাংবাদিক সম্মেলনে KKR-এর CEO ভেঙ্কি মাইসোর জানান, তাঁদের ভাবনায় কামিন্স ছিলেন । তাই সাড়ে পনেরো কোটি টাকায় তাঁকে দলে নেওয়া, KKR- এর পরিকল্পনারই অঙ্গ ।

KKR-এ প্যাট কামিন্স

অন্যদিকে, ইংল্যান্ডের ইয়ন মরগ্যান-কে দলে ফেরাল KKR । দেড় কোটি টাকা বেস প্রাইস থাকলেও KKR তাঁকে দলে নিয়েছে সওয়া পাঁচ কোটি টাকায় । 2012 সালে তিনি কলকাতার হয়ে খেলেছেন । মাঝের সময়ে শানিত করেছেন নিজেকে । দেশকে পঞ্চাশ ওভারের ক্রিকেটে চ্যাম্পিয়ন করেছেন । ফলে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা KKR অধিনায়ক দীনেশ কার্তিকের দল পরিচালনায় সাহায্য করবে বলে মনে করছে KKR শিবির । তাই বিশ্বকাপ জয়ী অধিনায়ক দলে থাকলেও নেতৃত্বে পরিবর্তন হচ্ছে না বলে জানালেন CEO ভেঙ্কি মাইসোর ।


2012 ও 2014 সালের চ্যাম্পিয়ন দলের দুই সদস্যকে ফিরিয়ে আনার দিনেই স্পিনার বরুণ চক্রবর্তীকে তুলে নিল KKR । 28 বছর বয়সী স্পিনার গত বছর কিংস ইলেভেন পঞ্জাবে থাকলেও সেভাবে নজর কাড়তে পারেননি । এবার তাঁর বেস প্রাইস ছিল তিরিশ লাখ । তিনি কলকাতায় এসেছেন চার কোটিতে । তামিলনাড়ু প্রিমিয়ার লিগে নজর কাড়ার পর ঘরোয়া ক্রিকেটেও সমীহ জাগিয়েছেন । ছয় ধরনের বল করতে পারেন তামিলনাড়ুর অফ স্পিনার । তাঁকে নেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে সুপারিশ করেছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ।


দু'কোটি টাকা বেস প্রাইস ছিল গ্লেন ম্যাক্সওয়েল-এর । প্রীতি জিনটার কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে নিল দশ কোটি পঁচাত্তর লাখ টাকায় । অবসাদে ক্রিকেট সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলা অজ়ি অলরাউন্ডার সমস্যা সরিয়ে ফের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন । আরন ফিঞ্চকে দলে নিল RCB । এক কোটি টাকা বেস প্রাইস থাকলেও ফিঞ্চকে চার কোটি চল্লিশ লাখ টাকায় দলে নেয় RCB ।
নামীদের ভিড়ে তরুণ ক্রিকেটারদের দলে নিয়ে ভবিষ্যতের ভাবনা রাজস্থান রয়্যালস-এর । যশস্বী জয়সওয়ালও আকাশ সিং-এর মত অনূর্ধ্ব 19 ভারতীয় দলের দুই সদস্যকে দলে নিয়ে রাজস্থানের । বাংলার ইশান পোড়েল এবার কিংস ইলেভেন পঞ্জাবের । তাই এবারের IPL নিলামে চমক কম । প্রতিটি দলই, দলগঠন করল ভেবেচিন্তে ।

ABOUT THE AUTHOR

...view details