কলকাতা, 19 ডিসেম্বর : শেষ হল IPL 2020 নিলামের প্রথম দিন ৷ ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট 338 জন ক্রিকেটার নাম দিয়েছিলেন এবারের নিলামে ৷ নিলামের প্রথম দিনেই রাজত্ব করলেন অজ়িরা ৷ IPL-এর ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে রেকর্ড দামে বিক্রি হলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার প্যাট কামিন্স ৷ ভারতীয় মুদ্রায় সাড়ে 15 কোটিতে প্যাট কামিন্সকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স ৷ 10 কোটি 75 লাখ টাকায় আরেক অজ়ি অল রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল পঞ্জাব ৷ ক্রিস মরিসকে 10 কোটির মূল্যে কিনল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ৷ এক কথায় আজকের নিলামে রাজত্ব করেছেন অলরাউন্ডাররাই ৷ নিলামের প্রথম দিনে ভারতীয়দের মধ্যে চড়া দাম উঠল প্রাক্তন নাইট পীয়ূষ চাওলারও ৷ 6 কোটি 75 লাখে তাঁকে কিনে নিল চেন্নাই সুপার কিংস ৷
এর আগে সর্বকালীন সেরা দর উঠেছিল যুবরাজ সিংয়ের ৷ 2015 সালে 16 কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি ৷ 2017 সালে সাড়ে 14 কোটি টাকায় বেন স্টোকসকে কিনেছিল পুণে সুপারজায়েন্টস ৷ এর আগে বিদেশি ক্রিকেটারদের তালিকায় সবথেকে বেশি দর ছিল তাঁরই ৷
প্রতিবছরের মতো এবারও নিলামের শুরু থেকেই KKR ভক্তদের নজর ছিল নাইট শিবিরের CEO বেঙ্কি মাইসোরের দিকে ৷ কোন কোন খেলোয়াড়কে তুলে আনবেন তিনি তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল KKR সমর্থকদের মধ্যে ৷ নিলামে নামার আগে নাইটদের হাতে ছিল 35 কোটি 65 লক্ষ টাকা ৷ 4 বিদেশি সহ মোট 11 জন খেলোয়াড়ের জন্য এবারের নিলামে ঝাঁপিয়েছিল বেঙ্কি অ্যান্ড কো ৷ প্রথম দিনেই KKR তুলে নিল 9 জনকে ৷
দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড়কে আজ কিনল কলকাতা ৷
- ইয়ন মর্গ্যান
- প্যাট কামিন্স
- রাহুল ত্রিপাঠি
- বরুণ চক্রবর্তী
- মনিমরন সিদ্ধার্থ
- ক্রিস গ্রিন
- টম ব্যান্টন
- প্রবীণ তাম্বে
- নিখিল নায়েক
বিগত বেশ কয়েকটি মরসুমে নাইট শিবিরকে একমাত্র পিছিয়ে রেখেছিল বিদেশি পেস বোলিং-এর অভাব ৷ আজকের নিলাম শেষে সেই দুশ্চিন্তা থেকে আপাতত নিস্তার পেল মেন ইন পারপেল ৷ ঝুলিতে এল প্যাট কামিন্স ৷ ধারাবাহিকতা ও ছন্দ দু'টিই সমানভাবে রয়েছে তার মধ্যে ৷ বর্তমানে ICC টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন তিনি ৷ নিলামে নাইট শিবিরের পক্ষ থেকে বেঙ্কি মাইসোরের সঙ্গে উপস্থিত ছিলেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালামও ৷ প্যাট কামিন্সকে দলে পেয়ে খুশি ম্যাককালাম ৷ নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, " আমার মতে নিলামের সেরা খেলোয়াড় প্যাট কামিন্স ৷" ক্রিকেটার হিসেবে কামিন্স এখন আগের থেকে আরও অনেক বেশি পরিণত হয়েছে বলেও জানান নাইটদের হেড কোচ ৷ ম্যাককালাম আরও বলেন, "বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহ অধিনায়ক সে ৷ এর থেকেই বোঝা যায় কতটা পরিণত হয়েছে ৷"