কলকাতা, 9 ডিসেম্বর : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাঁহাতি উইকেট কিপার ব্য়াটসম্য়ান পার্থিব প্যাটেল ৷ এদিন টুইটারে, তাঁর কেরিয়ারের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে, অবসরের কথা ঘোষণা করেন গুজরাতের এই ব্য়াটসম্য়ান ৷ 2002 সালে মাত্র 17 বছর বয়সে ইংল্য়ান্ডে টেস্ট ম্য়াচ দিয়ে কেরিয়ারের সূচনা করেছিলেন পার্থিব ৷ তাঁর 18 বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে, তাঁকে সবরকম সহায়তা করার জন্য় ভারতীয় ক্রিকেট বোর্ড সহ ভারতীয় দল ও রাজ্য় দলের সতীর্থ এবং আইপিএল ফ্রাঞ্চাইজ়িদের ধন্য়বাদ জানান পার্থিব ৷
টুইটারে তিনি লেখেন, ‘‘ আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। একই সঙ্গে আমার 18 বছরের ক্রিকেট কেরিয়ারে পর্দা টেনে দিলাম ৷ সবাইকে ধন্য়বাদ জানাতে গিয়ে, কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ছি ৷ ভারতের হয়ে খেলার জন্য় মাত্র 17 বছরের একটি ছেলের উপর বিসিসিআই অপরিসীম ভরসা এবং আত্মবিশ্বাস দেখিয়েছিল ৷ আমি তাঁদের প্রতি খুবই কৃতজ্ঞ, যাঁরা আমার ক্রিকেট কেরিয়ারের শুরুতে পথ দেখিয়েছিলেন এবং আমার হাত শক্ত করে ধরেছিলেন ৷’’ পার্থিব তাঁর রাজ্য় ক্রিকেট সংস্থা গুজরাত ক্রিকেট অ্য়াসোসিয়েশনকেও ধন্য়বাদ জানিয়েছেন ৷