মুম্বই, 28 জুন: গত এক দশকে তিন অধিনায়কের কাঁধে ভর করে এগিয়েছে ভারতীয় ক্রিকেট ৷ তিনজনই সফল ৷ একজন মহেন্দ্র সিং ধোনি, যিনি দেশকে দু'টি বিশ্বকাপ এনে দিয়েছেন ৷ ক্যাপ্টেন কোহলির নেতৃত্বে বিশ্বের একনম্বর টেস্ট টিমে পরিণত হয়েছে ভারতীয় দল ৷ আর অন্যজন হলেন সীমিত ওভারে দেশের সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ কোহলির পরিবর্তে সুযোগ পেলেই যিনি বারবার নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন ৷ কিন্তু এই তিন অধিনায়কের মধ্যে পার্থক্যটা কোথায় ? বিশ্লেষণ করলেন পার্থিব প্যাটেল ৷
অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি ও রোহিতের মধ্যে পার্থক্য কোথায় ? - Rohit sharma
অধিনায়ক হিসেবে ধোনি, কোহলি ও রোহিত কতটা আলাদা ? তা বোঝালেন দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল ৷
কোহলিকে দিয়ে শুরু করেছেন তিন অধিনায়কের নেতৃত্বে খেলা পার্থিব ৷ তাঁর কথায়, "বিরাটের নেতৃত্ব দেওয়ার পদ্ধতি সবচেয়ে আলাদা ৷ ওর সবকিছু সঠিক সময় সঠিক স্থানে চাই ৷ সামনে থেকে নেতৃত্ব দিতে ভালোবাসে ৷ আগ্রাসী মনোভাব নিয়েই মাঠে নামে ৷ এটা বিরাটের নিজস্ব স্টাইল ৷ এতে ওকে খুব মানায় ৷" তিনি আরও বলেন, বিরাট চায় সবই যেন সবসময় তটস্থ থাকে ৷ প্রয়োজন পড়লেই যেন কাজে নেমে পড়তে পারে ৷ সকলকে তৈরি থাকার পরামর্শও দেয় ও ৷
সেই তুলনায় ধোনি ও রোহিতের নেতৃত্বে ক্রিকেটাররা অনেক বেশি রিল্যাক্স মুডে থাকে ৷ কারণ তাঁদের নেতৃত্বে দলের সদস্যদের তটস্থ থাকতে হয় না ৷ পার্থিব বলেন, "ধোনি ও রোহিত ড্রেসিংরুমকে শান্ত রাখে ৷ ধোনি প্রতিটি খেলোয়াড়ের মধ্যে সেরাটা খুঁজে বের করতে সাহায্য করে ৷ অন্যদিকে পরিকল্পনা তৈরিতে সবচেয়ে তুখোড় রোহিত ৷ ম্যান ম্যানেজমেন্টে এরা দুজনই তুখোড় ৷ "