দিল্লি, 19 অক্টোবর : আগামী বছর টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসার জন্য পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালদের ভারতের ভিসার ব্যবস্থা করুক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ আজ এই দাবি তোলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের CEO ওয়াসিম খান ৷ 2021 সালের অক্টোবরে ভারতে টি-20 বিশ্বকাপের আসর বসতে চলেছে ৷
ওয়াসিম খানের আশা, ICC চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারির মধ্যে এই বিষয়ে তাদের মতামত জানাবে ৷ তিনি বলেন, বিশ্ব ক্রিকেট সংস্থার এই বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ভারত সরকারের সঙ্গে কথা বলা উচিত ৷ এবং পাকিস্তান ক্রিকেটার ও অফিসিয়ালরা যাতে নির্দিষ্ট সময়ে ভিসা হাতে পান তার ব্যবস্থা করা ৷
2013 সালের জানুয়ারির পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি ৷ সেই সময় পাকিস্তান ভারত সফরে এসে 2টি টি 20 ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে ৷ 2007-08 সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ় খেলেনি এই দুই দেশ ৷ যদিও অতীতে বহুবার দ্বিপাক্ষিক সিরিজ় খেলার জন্য দুই তরফেই চেষ্টা করা হয়েছিল ৷ কিন্তু তা বাস্তবায়ন হয়নি ৷ যদিও ICC-র বড় বড় ইভেন্ট, বিশ্বকাপ ও এশিয়া কাপে মুখোমুখি হয় দুই দেশ ৷