পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অনূর্ধ্ব-19 বিশ্বকাপ: পাকিস্তানকে হারাতে ভারতের দরকার 173 - u-19 world cup

মঙ্গলবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান ৷ হোক না ছোটোদের বিশ্বকাপ, ক্রিকেটে ইন্দো-পাকিস্তান লড়াই মানে আলাদা উত্তেজনা, মান সম্মানের লড়াই ৷

pakistan-set-173-run-target-for-india
ভারতকে সহজ লক্ষ্যমাত্রা পাকিস্তানের

By

Published : Feb 4, 2020, 6:21 PM IST

পচেফস্ট্রুম, 4 ফেব্রুয়ারি : মাত্র 172 রানেই গুটিয়ে গেল পাকিস্তান ৷ বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 172 রানে বেঁধে রাখল দেশের ছোটোরা ৷ পেস-স্পিনের জোড়া ফলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সামনে দুশো রানেরও লক্ষ্যমাত্রা দিতে পারল না পাকিস্তান ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ ম্যাচ শুরুর প্রথম থেকেই পাকিস্তান শিবিরে ক্রমাগত আঘাত হানতে থাকে ভারতের বোলিং ব্রিগেড ৷ একশোর গণ্ডি পার করার আগেই তিনটে উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান টিম ৷ ওপেনার হায়দার আলি (56) এবং অধিনায়ক রোহিল নাজির (62)-এর ব্যাটে কিছুটা লড়াই দেওয়ার মতো স্কোর তোলে তারা ৷ 43.1 ওভার ব্যাট করে 172 রান তোলে পাকিস্তান ৷ ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন বাঁ হাতি পেসার সুশান্ত মিশ্র ৷

ABOUT THE AUTHOR

...view details