পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সব ধরনের ক্রিকেটকে বিদায় উমর গুলের - 2007 সালে টি-20 বিশ্বকাপে

2007 সালে টি-20 বিশ্বকাপে উমর গুল পাকিস্তানের তরফে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ৷ এমনকী 2009 এর টি-20 বিশ্বকাপেও সর্বাধিক উইকেট নিয়ে পাকিস্তানকে টুর্নামেন্ট জিততে সাহায্য় করেছিলেন উমর গুল ৷

pakistan-bowler-umar-gul-takes-retirement-from-all-forms-of-cricket
সব ধরণের ক্রিকেটকে বিদায়, অবসরে পাক পেসার উমর গুল

By

Published : Oct 17, 2020, 2:00 PM IST

রাওয়ালপিন্ডি, 17 অক্টোবর : কুড়ি বছরের ক্রিকেট জীবনকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার উমর গুল ৷ শুক্রবার পাকিস্তানের জাতীয় টি-20 টুর্নামেন্টের সেমি ফাইনালে বালোচিস্তানের হারের পরেই অবসরের কথা ঘোষণা করেন তিনি ৷ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছেন বছর ছত্রিশের এই পেসার ৷

2002 সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে এগারো উইকেট নিয়ে নিজেকে বিশ্ব ক্রিকেটে মেলে ধরেন উমর গুল ৷ সেবার তাঁর গড় ছিল 12.72 । দীর্ঘকায়ী এই পেসার 125টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ৷ লিস্ট A খেলেছেন 213টি ম্য়াচ ৷ এবং 167টি টি-20 ম্য়াচ খেলেছেন তিনি ৷ যেখানে তাঁর সংগ্রহ 987টি উইকেট ৷ 2003 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গুলের ৷ আন্তর্জাতিক কেরিয়ারে মোট 137টি ম্য়াচ খেলেছেন তিনি ৷ সেখানে 427টি উইকেট সংগ্রহ করেছেন এই পাকিস্তান পেসার ৷ পাকিস্তানের বাইরে পশ্চিম অস্ট্রেলিয়া, সাসেক্স, কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ ঘরোয়া ক্রিকেটে HBL, মুলতান সুলতান, পেশওয়ারের মতো দলের হয়ে খেলেছেন উমর গুল ৷

এই দৃশ্য আর দেখা যাবে না ক্রিকেট মাঠে

2007 সালে টি-20 বিশ্বকাপে উমর গুল পাকিস্তানের তরফে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ৷ এমনকী 2009 এর টি-20 বিশ্বকাপেও সর্বাধিক উইকেট নিয়ে পাকিস্তানকে টুর্নামেন্ট জিততে সাহায্য় করেছিলেন উমর গুল ৷

অবসর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েব সাইটে গুল বলেন, "আমি গর্বিত আমার গত দু'দশকে দেশ, শহর এবং বিশ্বের সেরা সব দলের হয়ে খেলতে পেরে ৷ আমি গোটা কেরিয়ারে ক্রিকেটকে খুবই উপভোগ করেছি ৷ ক্রিকেট খেলার মাঝে বিশ্বের বহু নামী ব্য়ক্তিত্বদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ৷ এমনকী সবার কাছ থেকেই কিছু না কিছু শিখতে পেরেছি ৷ তার জন্য় সবাইকে ধন্য়বাদ জানাই ৷"

ফ্য়ানদের ধন্য়বাদ জানাতে ভোলেননি পাকিস্তানের এই পেসার ৷ তাঁর এই ক্রিকেট সফরে অফুরন্ত সমর্থন ও ভালোবাসার জন্য় সমর্থকদেরও ধন্য়বাদ জানান উমর গুল ৷ সবশেষে তাঁর ক্রিকেট সফরে পরিবারকেও ধন্য়বাদ জানান তিনি ৷ পুরো কেরিয়ারে তাঁর সঙ্গে থাকার জন্য় এবং তাঁর জীবনকে সুখী করার জন্য় পরিবারকে ধন্য়বাদ জানিয়েছেন গুল ৷ পাশাপাশি, পাক ক্রিকেট দলের সঙ্গীদের সঙ্গের অভাববোধ করবেন বলে জানান পাক এই পেসার ৷

ABOUT THE AUTHOR

...view details