দুবাই, 20 অক্টোবর : PL-এর চেনা চিত্রটা এবার বদলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস । 11টি মরশুম ধরে পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা দিল্লির ফ্র্যাঞ্চাইজ়িটি আরব আমিরশাহীতে যেন অশ্বমেধের ঘোড়া । ৯টি ম্যাচে ৭টিতেই জিতেছে তারা । প্লে অফে ওঠার দিকে পা বাড়িয়েই আছে দলটি । আজ কিংস ইলেভেন পঞ্জাবকে হারাতে পারলেই টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে যাবে শ্রেয়াস আইয়াররা । দিল্লির কাছে এই জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ, বলছেন টিমের সহকারি কোচ মহম্মদ কইফ ।
যদিও রান তাড়া করার ক্ষেত্রে দলের দুর্বলতা চোখে পড়ছে কইফের । আমিরশাহীতে কোটিপতি লিগ জিততে হলে সবদিক থেকেই হতে হবে তুখোড় । তা প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করা হোক বা রান চেজ় করা । কইফ বলেছেন, "চলতি IPL -এ প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরে গেছিলাম । ১৬০ রানের টার্গেট তাড়া করতে পারিনি । টুর্নামেন্টে আমরা এখনও ভালোভাবে রান তাড়া করতে পারিনি । বরং দারুণভাবে ডিফেন্ডি করেছি ।"