পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জয়ের অভ্যাস বজায় রাখাই চ্যালেঞ্জ, বলছেন দিল্লির সহকারি কোচ কইফ - Our challenge is to maintain winning habit this IPL, says Kaif

টুর্নামেন্ট জিততে হলে সব বিভাগেই তুখোড় হতে হবে । মত দিল্লি ক্যাপিটালসের সহকারি কোচ মহম্মদ কইফের ।

জয়ের অভ্যাস বজায় রাখাই চ্যালেঞ্জ, বলছেন দিল্লির সহকারি কোচ কইফ
জয়ের অভ্যাস বজায় রাখাই চ্যালেঞ্জ, বলছেন দিল্লির সহকারি কোচ কইফ

By

Published : Oct 20, 2020, 12:46 PM IST

দুবাই, 20 অক্টোবর : PL-এর চেনা চিত্রটা এবার বদলে দিয়েছে দিল্লি ক্যাপিটালস । 11টি মরশুম ধরে পয়েন্ট টেবিলে ধুঁকতে থাকা দিল্লির ফ্র্যাঞ্চাইজ়িটি আরব আমিরশাহীতে যেন অশ্বমেধের ঘোড়া । ৯টি ম্যাচে ৭টিতেই জিতেছে তারা । প্লে অফে ওঠার দিকে পা বাড়িয়েই আছে দলটি । আজ কিংস ইলেভেন পঞ্জাবকে হারাতে পারলেই টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে যাবে শ্রেয়াস আইয়াররা । দিল্লির কাছে এই জয়ের অভ্যাস ধরে রাখাই চ্যালেঞ্জ, বলছেন টিমের সহকারি কোচ মহম্মদ কইফ ।

যদিও রান তাড়া করার ক্ষেত্রে দলের দুর্বলতা চোখে পড়ছে কইফের । আমিরশাহীতে কোটিপতি লিগ জিততে হলে সবদিক থেকেই হতে হবে তুখোড় । তা প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করা হোক বা রান চেজ় করা । কইফ বলেছেন, "চলতি IPL -এ প্রথমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে হেরে গেছিলাম । ১৬০ রানের টার্গেট তাড়া করতে পারিনি । টুর্নামেন্টে আমরা এখনও ভালোভাবে রান তাড়া করতে পারিনি । বরং দারুণভাবে ডিফেন্ডি করেছি ।"

তিনি আরও বলেছেন, "IPL-এর মতো টুর্নামেন্ট জিততে হলে অলরাউন্ড পারফর্ম করতে হবে । প্রথমে ব্যাট করলে স্কোরবোর্ডে রান তুলতে হবে । চলতি টুর্নামেন্টে যেটা আমরা খুব ভালোভাবে করে যাচ্ছি । কিন্তু পরে ব্যাট করতে হলে লক্ষ্য তাড়া করে জিততে হবে । আমাদের টিমে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন । রিজার্ভ বেঞ্চও শক্তিশালী । সবমিলিয়ে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য আমাদের স্কোয়াড বেশ ভালো ।"

পঞ্জাব ম্যাচ সম্পর্কে কইফ বলেছেন, "প্রতিটি ম্যাচ থেকেই দু পয়েন্ট জোগাড় করার লক্ষ্য থাকে । সেটা পঞ্জাব হোক বা অন্য কোনও টিম । জয়ের ধারা অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ ।"

ABOUT THE AUTHOR

...view details