পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রণজি ফাইনালের দ্বিতীয় দিন আম্পায়ার নিয়ে বিপত্তি - রণজি ফাইনাল

রণজি ম্যাচে সাধারণত তৃতীয় আম্পায়ার থাকেন না ৷ ম্যাচ রেফারি তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেন ৷ যে ম্যাচগুলি টিভিতে দেখানো হয় শুধুমাত্র সেই ম্যাচগুলিতেই আলাদাভাবে থার্ড আম্পায়ার রাখা হয় ৷

ranji-trophy-final
আম্পায়ার নিয়ে বিপত্তি

By

Published : Mar 10, 2020, 6:20 PM IST

রাজকোট, 10 মার্চ : একটু অন্যভাবে শুরু হয়েছিল বাংলা-সৌরাষ্ট্র রণজি ফাইনালের দ্বিতীয় দিনটা ৷ কারণ মঙ্গলবার প্রথম সেশনে ম্যাচ পরিচালনা করতে দেখা গেল একজন আম্পায়ারকে ৷ মাঠে আম্পায়ার ছিলেন সামসুদ্দিন এবং অনন্ত পদ্মমানাভান ৷ ম্যাচ রেফারি সুন্দরম রবি ৷ সোমবার তলপেটে বল লেগে আহত হয়েছিলেন সামসুদ্দিন ৷ যন্ত্রণায় দ্বিতীয় দিন মাঠেই নামতে পারলেন না তিনি ৷ তাই বেশ কিছুক্ষণ একাই ম্যাচ পরিচালনা করলেন অনন্ত পদ্মমানাভান ৷ পরে স্থানীয় এক আম্পায়ার পীযুষ কক্করকে স্কয়্যার লেগে দাঁড় করানো হয় ৷

সারারাত যন্ত্রণায় ছটফট করেছেন ৷ মঙ্গলবার সকাল হতেই স্থানীয় হাসপাতালে ছুটে যান সামসুদ্দিন ৷ চিকিৎসার পর কিছুটা সুস্থবোধ করায় রাজকোট স্টেডিয়ামে ফিরে টিভি আম্পায়ারের দায়িত্বে বসে পড়েন ৷ এরপরই সামসুদ্দিনের জায়গায় মাঠে নামেন এস রবি ৷ জানা গিয়েছে, তৃতীয় দিন থেকে সামসুদ্দিনের পরিবর্তে অনন্ত পদ্মমানাভানের সঙ্গে ফিল্ড আম্পায়ারের কাজ সামলাবেন যশবন্ত বার্দে ৷

সাধারণত রণজি ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকেন না ৷ ম্যাচ রেফারি তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেন ৷ যে ম্যাচগুলি টিভিতে দেখানো হয় শুধুমাত্র সেই ম্যাচগুলিতেই আলাদাভাবে থার্ড আম্পায়ার রাখা হয় ৷ যদি ফিল্ড আম্পায়ার কোনওভাবে আহত অথবা অসুস্থ হন তাহলে স্কয়্যার আম্পায়ারকে দায়িত্ব সামলাতে বলা হয় ৷ এই ব্যক্তিটি সাধারণত স্থানীয় আম্পায়ার হন ৷ ম্যাচের জন্য রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এদের নিযুক্ত করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details