দিল্লি, 4জুন: অনেকেই ক্রিকেটের ইতিহাসে শেনওয়ার্নকে বিশ্বের সেরা স্পিনার বলে গণ্য করেন । টেস্ট ক্রিকেটে তার708টি উইকেট নিজেই একটি মাইলস্টোন। তবেশুধু পরিসংখ্যানই নয় তার আমলের ব্যাটসম্যানদের বোকা বানানোর সমস্ত রসদ মজুত ছিলশেন ওয়ার্নের হাতে ।
শেনওয়ার্ন তাঁর প্রথম অ্যাসেজ টুরে ইংল্যান্ড গিয়েছিলেন ১৯৯৩ সালে । ওয়ার্ন সেইসিরিজে একজন প্রতিশ্রুতি মান বলার হিসাবেই গিয়েছিলেন ।
1993সালের4জুনঅর্থাৎ আজকের দিনে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন অ্যালান বর্ডার লেগ স্পিনারশেন ওয়ার্নের হাতে বল তুলে দিয়েছিলেন। প্রতিপক্ষের ব্যাটিং করছিলেন প্রবাদপ্রতিমইংল্যান্ড ব্যাটসম্যান মাইক গাটিং।