পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

স্টোকস-সিবলিদের ব্যর্থতা ভুলিয়ে দিল পোপ-বাটলার জুটি - Jos Buttler

ম্যাঞ্চেস্টারে শুরু হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় টেস্ট । প্রথমদিনের শেষে ৪ উইকেট খুইয়ে ২৫৮ রান তুলেছে ইংল্যান্ড ।

স্টোকস-সিবলিদের ব্যর্থতা ভুলিয়ে দিল পোপ-বাটলার জুটি
স্টোকস-সিবলিদের ব্যর্থতা ভুলিয়ে দিল পোপ-বাটলার জুটি

By

Published : Jul 25, 2020, 9:55 AM IST

ম্যাঞ্চেস্টার, ২৫ জুলাই: ইংল্যান্ডকে কব্জায় পুরেও ঠিকঠাক সুবিধা করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ় । বেন স্টোকস, ডম সিবলিদের ব্যর্থতা ভুলিয়ে দিলেন ওলি পোপ, জস বাটলাররা । প্রথম দিনের শেষে পোপ-বাটলারের অবিচ্ছিন্ন ১৩৬ রানের পার্টনারশিপ অধিনায়ক জো রুটের মুখে হাসি ফুটিয়েছে । ম্যাঞ্চেস্টারে তৃতীয় তথা সিরিজ়ের শেষ টেস্টের প্রথম দিন ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে থ্রি লায়ন্সরা । শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে বছর বাইশের ডান হাতি ওলি পোপ (৯১) । ৫৬ রানে অপরাজিত বাটলার ।

ওল্ড ট্র্যাফোর্ডে তৃতীয় তথা নির্ধারণী টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার । অধিনায়কের সিদ্ধান্তের মান রেখে প্রথম ওভারেই সাফল্য এনে দিয়েছিলেন ডান হাতি ফাস্ট বোলার কেমার রোচ । উইকেটে থিতু হওয়ার আগেই গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ডমিনিক সিবলিকে LBW করেন রোচ । মধ্যাহ্নভোজের পর বেন স্টোকসকে বোল্ড আউট করে আরও একটি বড় সাফল্য পান রোচ । অর্ধশতরান করার পরপরই রস্টন চেজ়ের বলে রাহিম কর্নওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ররি বার্নস । তবে ইংল্যান্ডের প্রথম সেশনের ব্যর্থতা ঢেকে দেন পোপ-বাটলার জুটি । ১০ নম্বর টেস্ট খেলতে নামা পোপ (৯১) ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে ৯ রান দূরে দাঁড়িয়ে ।

সিবলি-স্টোকসকে ফেরালেন কেমার রোচ

৮৬তম ওভারে দু'বল বাকি থাকতেই আলোর কারণে খেলা বন্ধ হয়ে যায় । যদিও তার আগেই টসে জিতে হোল্ডারের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে । এই নিয়ে টানা দ্বিতীয় টেস্টে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ক্যারিবিয়ান অধিনায়ক ।

ABOUT THE AUTHOR

...view details