দিল্লি, 29 সেপ্টেম্বর : কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটির (CAC) সদস্যদের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল ৷ এনিয়ে গতকাল কমিটির তিন সদস্যকে চিঠি পাঠান BCCI-এর এথিক্স অফিসার ডিকে জৈন ৷ 10 অক্টোবরের মধ্যে কপিলদের জবাব দিতে বলা হয়েছে ৷
চলতি বছরের 50 ওভারের বিশ্বকাপের পর ভারতীয় হেড কোচের পদের জন্য আবেদন চেয়েছিল BCCI । সেজন্য কপিল দেবের নেতৃত্বে তিন সদস্যের ক্রিকেট অ্যাডভাইজ়রি কমিটি গঠন করা হয়েছিল ৷ কমিটিতে ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গোস্বামীও । তাঁরাই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন ৷
আর সেই কমিটির তিন সদস্যের বিরুদ্ধেই স্বার্থ সংঘাতের অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জয় গুপ্ত ৷ তাঁর অভিযোগ, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একাধিক ক্রিকেটীয় কাজকর্মের সঙ্গে যুক্ত কপিল দেবরা ৷ যা বোর্ডের সংবিধান বিরোধী ৷ সঞ্জয়ের অভিযোগপত্র অনুযায়ী, কমিটির সদস্য হওয়ার পাশাপাশি একটি ফ্লাড লাইট কম্পানির মালিক 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ৷ একইসঙ্গে তিনি ধারাভাষ্যকার ও ভারতীয় ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সদস্যও ৷