দিল্লি, 30 জানুয়ারি : পথচলা শুরু হয়েছিল 1934-35-এর মরশুমে ৷ তারপর কেটে গিয়েছে 86 বছর ৷ ছন্দপতন হল এবারই৷ বাতিল হয়ে গেল এবছরের রণজি ট্রফি ৷
গতকাল সংশ্লিষ্ট সবক’টি রাজ্য়কে একটি চিঠি পাঠায় বিসিসিআই৷ তাতে জানানো হয়, সৈয়দ মুস্তাক আলি ট্রফির টি-20 ম্য়াচগুলি শেষ হলেই বিজয় হাজারে ট্রফি এবং মহিলাদের একদিনের টুর্নামেন্ট শুরু করা হবে৷ অথচ ওই চিঠিতে রণজি ট্রফি নিয়ে একটি বাক্যও খরচ করা হয়নি ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
রাজ্য়স্তরের একটি ক্রিকেট সংস্থার সভাপতির মতে, বিসিসিআই আসলে রণজি ট্রফির আয়োজনই করতে চায় না৷ দীর্ঘদিন ধরেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওই ক্রিকেট কর্তার৷ তিনি বলেন, ‘‘প্রথম দিনেই দেওয়াল লিখনের কাজ সারা হয়ে গিয়েছিল৷ এই মরশুমে বিসিসিআই যে রণজি ট্রফি আয়োজন করবে না, সেটা আগেই বোঝা গিয়েছিল৷ এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্য়জনক ঘটনা যে এবছর রণজি ট্রফি হচ্ছে না৷ ক্রিকেট অনুরাগীদের কাছে এটা খুব খারাপ খবর৷’’