চেন্নাই, 29 জানুয়ারি : আসন্ন ইংল্যান্ড বনাম ভারত সিরিজ়ের প্রথম দুটি টেস্টের জন্যে কোনও নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করল না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ৷ প্রথম দুটি টেস্টে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরি, বীরেন্দ্র শর্মা ও নীতিন মেনন ৷ ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ় ৷
অর্থাৎ এর থেকে বলাই যায়, প্যানডেমিকের সময় থেকে যে ঘরোয়া আম্পায়ারের চল ছিল, আইসিসি সেটাই বজায় রাখল ৷ 5 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে অনিল চৌধুরিকে ৷ যদিও 13 তারিখ থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে দেখা যাবে বীরেন্দ্র শর্মা ৷
সি শ্যামসুদ্দিনকে প্রথম টেস্টের তৃতীয় আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে ৷ শ্যামসুদ্দিনও ইন্টারন্যাশনাল প্যানেলে আছেন ৷ দ্বিতীয় টেস্টে তাঁর পরিবর্তে অনিল চৌধুরি দায়িটত্ব সামলাবেন ৷
ভারতের প্রাক্তন পেসার জভেগল শ্রীনাথ পুরো সিরিজ়ের ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন ৷ তবে শুধু টেস্ট নয়, ওয়ানডে ও টি-20 সিরিজ়েও ম্যাচ রেফারির ভূমিকায় তাঁকে দেখা যাবে ৷