ওয়েলিংটন, 31 জানুয়ারি : আর একটা ম্যাচে জয় দরকার ৷ তাহলেই ঘরের মাঠে কিউয়িদের হোয়াইট ওয়াশ করবে ভারত ৷ চতুর্থ ম্যাচে নিউজ়িল্যান্ড বোলারদের দুরন্ত বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছিল নিউজ়িল্যান্ড ৷ কিন্তু ফের দিশা হারল নিউজ়িল্যান্ড ৷ ফের জ্র হল ম্যাচ ৷ খেলার নিষ্পত্তি হল সুপারওভারে ৷ আর ফের সুপারওভারে বাজিমাত করে ম্যাচ জয় ভারতের ৷
আত্মবিশ্বাসী কোহলি শুক্রবার বিশ্রাম দিয়েছিলেন প্রথম সারির তিন ক্রিকেটারকে ৷ আগের ম্যাচের নায়ক রোহিত শর্মা, মহম্মদ শামি ও জাদেজাকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট ৷ অন্যদিকে এদিন অধিনায়ক বদল হয় নিউজ়িল্যান্ডের ৷ চোট পেয়ে এই ম্যাচ থেকে ছিটকে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ৷ ফলে অধিনায়কের ভূমিকা সামলান টিম সাউদি ৷ আর অধিনায়ক বদলেও ভাগ্যের বদল হল না কিউয়িদের ৷
সুপার ওভারে দুরন্ত লোকেশ রাহুল টস হেরে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত ৷ রোহিতের পরিবর্ত হিসাবে ওপেন করতে নামা সঞ্জু স্যামসন এদিন চূড়ান্ত ব্যর্থ ৷ অনেক দিন থেকেই দাবি উঠছিল ঋষভের পরিবর্তে সুযোগ দেওয়া হোক স্যামসনকে ৷ কিন্তু সেই সুযোগ পেয়েও হেলায় হারালেন তিনি ৷ ভুল শট খেলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷ ব্যর্থ হন অধিনায়ক কোহলিও ৷ বেনেটের দুরন্ত ক্যাচে ফিরতে হল তাঁকে ৷ প্রথমদিকে একা চেস্টা করে গেলেন আর এক ওপেনার লোকেশ রাহুল ৷ 39 রান করলেন তিনি ৷ শেষ দিকে ভালো ব্যাটিং করলেন মনীশ পাণ্ডে ৷ তাঁর অর্ধশতরানে ভর করেই লড়াই করার মতো 165 রান বোর্ডে তোলে ভারত ৷
ভারতের জয়ের নায়ক মনীশ পাণ্ডে জয়ের জন্য 166 রানের লক্ষ্যমত্রা নিয়ে ব্যাট করতে নামে নিউজ়িল্যান্ড ৷ কিন্তু শুরুতেই মার্টিন গাপটিলের উইকেট হারায় তারা ৷ কিন্তু অন্য ওপেনার কলিন মুনরো ও উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট 74 রানের পার্টনারশিপ গড়ে ভারতের হাত থেকে ম্যাচ প্রায় বের করে নিয়েছিল ৷ কিন্তু এইসময়ে কোহলির দুরন্ত থ্রোয়ে ফিরতে হয় কলিন মুনরোকে ৷ ব্যক্তিগত 64 রানে ফেরেন তিনি ৷ কলিন ডি গ্রান্ডহোমের পরিবর্তে নামা টম ব্রুশ শূন্য রানেই ফেরেন ৷ তবে রস টেলরের সঙ্গে 62 রানের পার্টনারশিপ গড়েন সেইফার্ট ৷ নিজের ব্যক্তিগত 57 রানের মাথায় রানআউট হলেন তিনি ৷ একসময় 3 বলে জয়ের জন্য মাত্র 2 রান দরকার ছিল নিউজ়িল্যান্ডের ৷ কিন্তু আগের দিনের শামির মতোই হিরো হয়ে উঠলেন শার্দুল ঠাকুর ৷ শেষ ওভারে তুলে নিলেন দুই উইকেট ৷
সুপারওভারে প্রথমে ব্যাট করে কিউয়িরা ৷ আগের দিনের মতো এদিনও বুমরার উপর ভরসা দেখান অধিনায়ক ৷ সুপারওভারে 13 তরান করে ব্ল্যাকক্যাপসরা ৷ জবাবে ব্যাটিং করতে নেমে দুরন্ত হয়ে ওঠেন লোকেশ রাহুল ৷ কিন্তু ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না তিনি ৷ সুপারওভারে ম্যাচ জেতার আগেই আউট হলেন তিনি ৷