দুবাই, 25 নভেম্বর : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউজ়িল্যান্ডের গ্রেগ বার্কলে ৷ ICC -র তরফে দেওয়া বিবৃতিতে একথা জানানো হয়েছে ৷ বার্কলে ভারতীয় শশাঙ্ক মনোহরের স্থলাভিষিক্ত হলেন ৷
পেশায় আইনজীবী বার্কলে 2012 সাল থেকে নিউজ়িল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর ছিলেন ৷ বর্তমানে ইন্টারল্যাশনাল ক্রিকেট কাউন্সিলে নিউজ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করছিলেন ৷ ICC-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে হলে তাঁকে নিউজ়িল্যান্ড ক্রিকেট বোর্ডের পদ থেকে অবসর নিতে হবে ৷
বার্কলে বলেন,‘‘ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হওয়া আমার কাছে গর্বের ৷ আমার সহকারী ICC-র ডিরেক্টরদের আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই ৷ আশা করি, আমরা একত্রে ক্রিকেট পরিচালনা করব ৷ বিশ্বজোড়া প্যানডেমিকের কবল থেকে আরও শক্তিশালীভাবে উঠে আসব ৷ সদস্যদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি ৷ আমরা নিশ্চিত করব পৃথিবীর বেশিরভাগ মানুষ যেন ক্রিকেট উপভোগ করতে পারে ৷ আমি একজন প্রহরী হিসেবে কাজ করব ৷ এবং 104টি ICC সদস্যের পক্ষ থেকে ক্রিকেটের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব ৷ কঠিন সময়ে ICC চেয়ারম্যানের ভূমিকা পালন করে ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার জন্য ইমরান খোওয়াজার কাছে কৃতজ্ঞ ৷ আমি ওঁর সঙ্গে আরও গাঢ় সম্পর্ক গড়ে তুলে ক্রিকেটের উন্নতির স্বার্থে কাজ করব ৷’’
ICC ক্রিকেট বিশ্বকাপ 2015 -র ডিরেক্টর ছিলেন বার্কলে ৷ এছাড়া নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য ও চেয়ারম্যানও ছিলেন তিনি ৷