পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 8, 2020, 3:50 PM IST

Updated : Feb 8, 2020, 10:19 PM IST

ETV Bharat / sports

ব্যর্থ জাডেজা-সাইনির লড়াই, সিরিজ় হারল ভারত

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত হারল 22 রানে ৷ 274 রান তাড়া করতে নেমে 251 রানে অল আউট হয়ে গেলেন কোহলিরা ৷ অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন কাইল জেমিসন ৷

new zealand
new zealand

অকল্যান্ড, 8 ফেব্রুয়ারি : সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচ ৷ আর সেখানে যেন বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ৷ বিশ্বকাপ সেমিফাইনালের মতো এখানেও লড়লেন জাডেজা ৷ তবে জয়ের দোরগড়ায় এসে থামতে হল ভারতকে ৷ ফলে এক ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হারলেন বিরাট কোহলিরা ৷


তিনম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচে 347 তুলেও হেরেছিল ভারত ৷ আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ হেনরি নিকোলাস ও মার্টিন গুপ্তিল নিউজ়িল্যান্ডের হয়ে ভালো শুরু করেন ৷ তখন মনে হচ্ছিল 300 রান অনায়াসে পেরিয়ে যাবে কিউয়িরা ৷ কিন্তু, ম্যাচে মোড় ঘুরিয়ে দেয় একটা থ্রো ৷ শার্দূল ঠাকুরের দুর্দান্ত থ্রোতে রান আউট হন গুপ্তিল ৷ তখন তিনি 79 রানে ব্যাট করছিলেন ৷ আর 29 ওভারে নিউজ়িল্যান্ডের রান ছিল 2 উইকেটে 157 ৷ গুপ্তিলের রান আউটের পরই ম্যাচে ফেরে ভারত ৷ একসময় 197 রানে 8 উইকেট পড়ে যায় নিউজ়িল্যান্ডের ৷

ভারতীয় সমর্থকরা তখন ভাবতে শুরু করেছেন, দ্রুত শেষ হবে নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ তখনই একদিনের ম্যাচে অভিষেককারী কাইল জেমিসনকে নিয়ে ঘুরে দাঁড়ান রস টেলর ৷ প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন ৷ আর আজ জেমিসনকে সঙ্গী করে দলের স্কোর পৌঁছে দিলেন 273-এ ৷ 74 বলে 73 করে অপরাজিত থাকলেন ৷ আর 25 বছরের জেমিসন অপরাজিত থাকলেন 25 রানে ৷

274 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ এরপর 19 বলে 24 রান করে জেমিসনের বলে বোল্ড হন পৃথ্বী শ ৷ আর তার কয়েক ওভার পরই ব্যক্তিগত 15 রানে টিম সাউদির বলে বোল্ড হন কোহলি ৷ 57 রানে 3 উইকেট হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, সেই জুটি বেশিক্ষণ টেকেনি ৷ 4 রান করে রাহুল ফিরে যান ৷ কেদার যাদবও ব্যাট হাতে কিছু করতে পারেননি ৷ মাত্র 9 রান করেই প্যাভেলিয়নে ফিরতে হয় তাঁকে ৷ ভারতের রান তখন 5 উইকেটে 96 ৷

শ্রেয়স আইয়ারের সঙ্গে ক্রিজে যোগ দেন জাডেজা ৷ দু'জনে ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যান ৷ কিন্তু, অর্ধশতরান পূরণের পর আউট হন শ্রেয়স ৷ জাডেজাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি শার্দূল ঠাকুরও ৷

153 রানে 7 উইকেট হারিয়ে ভারত তখন হারের দোরগড়ায় ৷ জাডেজার সঙ্গে ক্রিজে যোগ দিলেন নভদীপ সাইনি ৷ দু'জনে ধীরে ধীরে ইনিংস টেনে নিয়ে যান ৷ তাঁদের জুটিকে ঘিরে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ৷ তখনই ছন্দপতন ৷ ব্যক্তিগত 45 রানে আউট হন সাইনি ৷ দলের রান তখন 229 ৷ এরপর যুজবেন্দ্র চহালকে সঙ্গে নিয়ে জাডেজা দলকে টানার চেষ্টা করেন ৷ তবে বিশ্বকাপের সেমিফাইনালের মতোই জয়ের লক্ষ্য থেকে কিছুটা দূরে থামতে হয় ভারতকে ৷ 55 রান করেন জাডেজা ৷

বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে 239 রান করেছিল নিউজ়িল্যান্ড ৷ ওই ম্যাচেও টেলর করেছিলেন 74 রান ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 5 রানে 3 উইকেট হারিয়েছিল ভারত ৷ ধোনির সঙ্গে সেদিন দলকে টেনেছিলেন জাডেজা ৷ করেছিলেন 77 রান ৷

T-20 সিরিজ়ে 5-0 ব্যবধানে জিতলেও একদিনের সিরিজ়ে বিশ্বকাপে হারের বদলা নেওয়া হল না বিরাটদের ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জিতে নিলেন টেলররা ৷ আর অভিষেক ম্যাচে ব্যাটে 25 রানের পাশাপাশি 42 রানে 2 উইকেট নিয়ে ম্যাচের সেরা হন কাইল জেমিসন ৷

Last Updated : Feb 8, 2020, 10:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details