পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

18 বছর আগের ন্যাটওয়েস্ট ফাইনালের স্মৃতি ভুলতে চান নাসের ! - md kaif

মেন ইন ব্লু-র সেলিব্রেশনের একটি ছবি টুইট করে সেটি কোন ম্যাচের বলে জানতে চায় ICC । অনেকে উত্তর দিলেও প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন লেখেন, "নো" ।

ন্যাটওয়েস্ট ফাইনালের স্মৃতি ভুলতে চান নাসের হুসেন
ন্যাটওয়েস্ট ফাইনালের স্মৃতি ভুলতে চান নাসের হুসেন

By

Published : May 6, 2020, 7:07 PM IST

Updated : May 6, 2020, 7:27 PM IST

লন্ডন, 6 মে: 2002 ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল হয়তো ভুলতে পারবে না কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী । লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়িয়ে জয়ের উৎসব পালনের সেই মুহূর্ত ভোলার নয় । তবে 18 বছর আগের সেই ফাইনালের স্মৃতি ভুলতে চান তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন ।

লকডাউনের মাঝে ঘরবন্দী ক্রিকেটপ্রেমীদের জন্য প্রায়ই নানারকম প্রশ্ন, ধাঁধা পোস্ট করে ICC । বুধবার টুইটারে তেমনই একটি প্রশ্ন রাখে তারা । মেন ইন ব্লু-র সেলিব্রেশনের একটি ছবি টুইট করে জানতে চাওয়া হয়, সেটি কোন ম্যাচের ? ছবি দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি যে সেটা 2002 ন্যাটওয়েস্ট ফাইনালের ছবি । রুদ্ধশ্বাস ফাইনালে নাসের হুসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে সেই ম্যাচে হারিয়ে স্মরণীয় জয় তুলে নিয়েছিল ভারত । অনেকে উত্তর দিলেও বর্তমান নাসের হুসেন লেখেন, "নো" । এই ছোট্ট উত্তরেই স্পষ্ট যে সেদিনের হার তিনি এখনও ভুলতে পারেননি ।

লর্ডসে 18 বছর আগের সেই ফাইনাল জেতার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতের প্রয়োজন ছিল 326 রান । ভারত একসময় 146 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল । সেই পরিস্থিতি থেকে মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংয়ের 121 রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে । যুবি 69 রানে ফিরলেও টেলএন্ডারদের নিয়ে কাইফের লড়াই মনে থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের । তিন বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় মেন ইন ব্লু ।

জয়ের সেলিব্রেশন

প্রসঙ্গত, সেই ম্যাচে ইংল্যান্ডের হয়ে অধিনায়ক নাসের হুসেন 115 রানের ইনিংস খেলেছিলেন । যদিও কোনও লাভ হয়নি । তাই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের স্মৃতি আর মনে করতে চান না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ।

Last Updated : May 6, 2020, 7:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details