দিল্লি, 6 জুলাই : নেমে আসছেন সিঁড়ি দিয়ে । মাথায় হেলমেট । ব্যাট বগলদাবা । সিগনেচার স্টাইলে কাঁধটা একবার ঝাঁকিয়ে নিলেন । ক্রিজ়ে এলেন । দু'বার ব্যাট ঠুকে দাঁড়ালেন । প্রথম বলেই 'লে ছক্কা' । ভাষ্যকার বলে উঠলেন, "মাহি মার রাহা হ্যায় ।" হ্যাঁ, এটাই ধোনি । সবথেকে বড় সিগনেচার স্টাইল, ঠান্ডা মাথা । একসময় ছিলেন ক্যাপ্টেন কুল । এখন অধিনায়কত্ব ছেড়েছেন । বর্তমানে ধোনি শুধুই কুল । নামেই মাথায় নেই মুকুট । আসলে টিমের প্রাণভোমরা তিনিই । DRS কখন নিতে হবে, বা ফিল্ডিং সাজানো হবে কোথায়, চোখের ইশারায় কোহলিকে বুঝিয়ে দেন । আর স্ট্যাম্পিং ? 37-এও "বিদ্যুৎ বোল্ট" । চোখের পলকে উইকেট উড়িয়ে দিতে পারেন । এহেন ধোনিকে সম্মান জানাল ICC ।
এই সংক্রান্ত আরও খবর : ধোনি জানে, ওকে কী করতে হবে : বিরাট
কাল 7 জুলাই । 38 বছরে পা দিচ্ছেন ধোনি । তার আগে আজ বিশেষ উপহার দিল ICC । তাদের টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে, "ধোনি : ভারতীয় ক্রিকেটের ঘরানাই বদলে দিয়েছেন ।" এই সংক্রান্ত একটি ভিডিয়োও শেয়ার করেছে ক্রিকেটের শীর্ষ বডি ।
এই সংক্রান্ত আরও খবর : হ্যাটট্রিক বলটি ইয়র্কার দিতে বলেছিলেন মাহি : শামি
ধোনি একমাত্র অধিনায়ক হিসেবে ICC আয়োজিত সব ধরনের ট্রফি জিতেছেন । 2007-এ এসেছে T-20 বিশ্বকাপ । 2011-তে 28 বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেন । 2013-তে চ্যাম্পিয়ন্স ট্রফিও আসে তাঁর দখলে । এমন কী, টেস্ট ও ODI ক্রমতালিকায় দেশকে এক নম্বরেও নিয়ে গেছিলেন তিনি । শুধু দেশ নয়, IPL-এও সাফল্য পেয়েছেন এম এস । চেন্নাই সুপার কিংসকে ট্রফি জিতিয়েছেন একাধিকবার ।
এই সংক্রান্ত আরও খবর : চার নম্বর নিয়ে চিন্তার ভাঁজ, উপযুক্ত জবাব হতে পারেন ধোনি
আজ একটি ভিডিয়ো শেয়ার করেছে ICC । ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলি, জসপ্রীত বুমরাকে দেখা গেছে । তাঁরা জানিয়েছেন, কীভাবে ধোনির ক্রিকেটীয় স্কিল তাঁদের উদ্বুদ্ধ করেছে । কোহলি বলেছেন, "বাইরে থেকে মানুষকে বোঝা যাবে না তার ভিতরে কী চলছে । কিন্তু, ধোনি সর্বদাই শান্ত, সংগঠিত । ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে । ও আমার অধিনায়ক ছিল । সারাজীবন থাকবে । আমাদের বোঝাপড়া সত্যিই দুর্দান্ত । সবসময় ওর পরামর্শ মেনে চলার চেষ্টা করি ।" ধোনির প্রশংসায় পঞ্চমুখ দেশের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাও । তিনি বলেন, "2016 সালে আমি প্রথম জাতীয় দলে সুযোগ পাই । সেসময় অধিনায়ক ছিলেন ধোনিই । সবসময় আমাকে সাহায্য করতেন । এখনও করেন ।"
এই সংক্রান্ত আরও খবর : ধোনির পরামর্শ মেনেই সাফল্য : ইমরান তাহির
শুধু দেশ নয় বিদেশি ক্রিকেটাররাও ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত । ইংল্যান্ড উইকেট-কিপার ব্যাটসম্যান জস বাটলার বলেন, "ধোনি মিস্টার কুল । ও আমার আদর্শ । স্টাম্পের পিছনে এত দ্রুততার সঙ্গে আউট করতে কাউকে দেখিনি । ব্যাট হাতেও কী শান্ত ! ক্রিকেটের অ্যাম্বাসাডর ধোনিই ।"
বল হাতে একবার ঝালিয়ে নেওয়া এই সংক্রান্ত আরও খবর : ধোনিকে চারনম্বরে দেখতে চান প্রাক্তন কোচ
IPL-এ ধোনির সঙ্গে খেলেছিলেন । রাইজ়িং পুনে সুপারজায়েন্টে থাকার সময় অনেক কিছু শিখেওছেন । সেই সব অভিজ্ঞতাই ভাগ করে নিলেন বেন স্টোকস । বললেন, "ক্রিকেটের অন্যতম সেরা । ওর মতো ভালো মানুষও কম আছে ।"
এই সংক্রান্ত আরও খবর : বোলারকে থামিয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ধোনি
দেশবাসীর কাছে ধোনি কী ? একটা নাম । এক প্রতিভা । ক্যাপ্টেন কুল । ধোনি মানে একা হাতে ম্যাচ বের করে দেওয়া । হেলিকপ্টার শটে ছয় মেরে ফের একবার কাঁধটা ঝাঁকিয়ে নেওয়া । আর কানে বেজে ওঠা সেই কথাগুলো, "ধোনি ফিনিশেশ অফ অন স্টাইল, ইন্ডিয়া লিফট দা ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ারস ।"
সুদূর স্পেন থেকে উড়ে এসেছেন ধোনির ফ্যান