হ্যাম্পশায়ার, 31 জুলাই : ইংল্যান্ডের অলরাউন্ডার ডেভিড উইলি এক দিনের ম্যাচে প্রথম পাঁচ উইকেট নেওয়ার পর বলেছেন সেরাটা এখনও বাকি । বিশ্বকাপের দল থেকে বাদ পরার পর জাতীয় দলে ফিরে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই 30 রানে পাঁচ উইকেট নিয়েছেন । 30 বছর বয়সী বাঁ হাতি পেসারের দাপুটে পারফরম্যান্সেই ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে । ম্যাচের পর উইলি বলেন, ইয়র্কশায়ারে তাঁর বোলিং কোচ রিচার্ড পিরাহ তাঁর জন্য অনেকটা সময় ব্যয় করেছেন এবং তিনি সঠিক দিকেই এগোচ্ছেন ।
" আমাদের কাছে সব থেকে হতাশাজনক বিষয় ছিল যে আমরা জানতাম আয়ারল্যান্ডের কাছ থেকে সে রকম চ্যালেঞ্জ পাব না । বিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম । আমরা পরিকল্পনা সাজিয়েই মাঠে নেমেছিলাম । প্রথম ম্যাচে সবাই আশা করে বল ব্যাটে আসবে । কিন্তু পিচ খুব মন্থর ছিল , এই পিচে 5 উইকেট নেওয়ার জন্য কুড়ি রানের বেশি দেওয়া উচিত নয় । যাই হোক ওদের ব্যাটিং আশানুরূপ হয়নি । আপনি যদি ইংল্যান্ডের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে 172 যথেষ্ট নয়। " বলেন উইলি ।