পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশাল ছক্কা হাঁকাতে শুধু বড় মাসল দরকার নেই : রোহিত শর্মা

ছক্কা মারতে হলে শুধু মাত্র মাসল পাওয়ার থাকলেই হবে না ৷ মাসলের সঙ্গে প্রয়োজন নিখুঁত টাইমিংয়ের ৷ এমনই মনে করেন রোহিত শর্মা ৷ রাজকোটে বাংলাদেশকে 8 উইকেটে উড়িয়ে দিয়ে T-20 সিরিজ়ে সমতায় ফিরেছে ভারত ৷ আর দুরন্ত ব্যাট করে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি ৷ 43 বলে 85 রানের ইনিংসে হাঁকিয়েছেন 6টি বিশাল ছক্কা ৷

By

Published : Nov 8, 2019, 3:08 PM IST

Updated : Nov 8, 2019, 3:55 PM IST

রাজকোট, 8 নভেম্বর : "ছক্কা মারার জন্য শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয় না ৷" বক্তা ভারতীয় ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মা ৷ রাজকোটে বাংলাদেশকে 8 উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত ৷ এই ম্যাচ জয়ের ফলে তিন ম্যাচের T20 সিরিজ়ে সমতায় ফিরেছে মেন ইন ব্লু-রা ৷ আর এই ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অধিনায়ক রোহিত ৷ মাত্র 43 বলে করেছেন 85 রান ৷ বাংলাদেশি বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে হাঁকিয়েছেন 6টি ছক্কা ৷

রোহিতের ছক্কা


6টি বিশাল ছক্কা হাঁকালেও তাতে শুধুমাত্র মাসল পাওয়ারের প্রয়োজন হয়নি বলেই মনে করেন ভারত অধিনায়ক ৷ ছক্কা মারতে মাসল পাওয়ারের সঙ্গে প্রয়োজন নিখুঁত টাইমিংয়ের ৷ ম্যাচের শেষে চহ্বাল TV-তে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত খোলসা করেন তাঁর বিশাল বিশাল ছক্কা মারার রহস্য ৷ BCCI-র পক্ষ থেকে সেই ভিডিয়ো প্রকাশ করা হয় টুইটারে ৷

টস হেরে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 153 রান সংগ্রহ করে বেঙ্গল টাইগাররা ৷ জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন ভারতের দুই ওপেনিং ব্যাটসম্যান রোহিত ও শিখর ৷ ব্যক্তিগত 31 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ৷ যদিও ব্যাট হাতে দাপট দেখাতে থাকেন রোহিত ৷ ব্যক্তিগত 85 রানে তিনি আউট হন ৷ তবে বাকি রান সংগ্রহ করতে বেশি কাঠখড় পোড়াতে হয়নি ভারতকে ৷ লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার সহজেই ম্যাচ শেষ করে আসেন ৷

Last Updated : Nov 8, 2019, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details